Cats Eye Stone এর সাথে কোন Stone ব্যবহার করবেন এবং কোন Stone ধারণ করবেন না । Faridpur Astro Science
Faridpur astro-science Faridpur astro-science
5.79K subscribers
28,938 views
588

 Published On Jul 4, 2021

Cats Eye Stone এর সাথে কোন Stone ব্যবহার করবেন এবং কোন Stone ধারণ করবেন না ।
Faridpur Astro Science




জন্ম তারিখ অনুযায়ী যাদের মকর রাশি (২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি) তাদের জন্য ক্যাটস আই পাথর ব্যবহার করা উপকারী। Cat’s eye stone এর বাংলা নাম বৈদূর্য মনি। তবে আমরা বেশীর বাগ সময় একে বাংলায় ক্যাটস আই নামে চিনে থাকি। সাধারণত যাদের রাশিচক্রে কেতু নামক গ্রহের খারাপ প্রভাব রয়েছে তাদের কে রত্ন পাথর ক্যাটস আই ব্যবহার করতে বলা হয়। ক্যাট’স আই বা বৈদুর্য্যমণি – চকচকে উজ্জ্বল রত্ন । উপরের ভাগ পালিশ করা এবং নীচের পিট পালিশহীন হয়ে থাকে । এই রত্নটির উপরের স্থল থেকে উজ্জ্বল আলোর সুতোর মত দাগ থাকে। রত্নটিকে নাড়ালে দাগগুলি নড়তে দেখা যায়। এটাকে “বিড়াল অক্ষি” ও বলা হয় । কারণ রত্নটি দেখতে অনেকটা বিড়ালের চক্ষুর মত । এটিকে আরবীতে লহসনিয়া বলে । বর্ণের দিক থেকে সবুজ, সাদা আভাযুক্ত ও ছাই রঙ- এর মত হয় । প্রকার ভেদে বৈদুর্য্যমনি কয়েক প্রকার যেমন – কনকক্ষেত্রী, ঘিক্ষেত্রী, ধূম্রক্ষেত্রী ।


✒ রাসায়নিক গঠনসম্পাদনা উপাদান: (Chemical Composition)

উপাদান (Chemical Composition) : সিলিকন, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম সংমিশ্রণে সৃষ্ট।
কাঠিন্যতা (Hardness) : ৮.৫
আপেক্ষিক গুরুত্ব (Specific Gravity) : ৩.৬৮ – ৩.৭৮
প্রতিসরণাংক (Refractive Index) : ১.৭৪৬-১.৭৫৫

✒ জ্যোতিষ শাস্ত্রমতে: (Lapis Lazuli Stone)

ক্যাটস আই পাথর উপকারিতা কী? কেন ধারণ করা হয় এই রত্ন!
বৈদুর্য্যমণি ক্রাইসোবেরিল গোত্রের রত্ন । বৈদুর্য্যমণি পাথরটি এদিক – ওদিক ঘুরালে বেড়ালের চোখের মতে চকচক করে ওঠে । এই ধর্মটির পারিভাষিক নাম Chatoyancy। কিন্তু এই ধরণের সব পাথরকেই বৈদ্যুর্য়মণি বলা যাবে না। যে পাথরের কাঠিন্য খুব বেশী, বহু বছর পরেও ক্ষয়ে যাবে না । সেই পাথরে যদি আলোর খেলা দেখা যায় তবে তা হবে বৈদুর্য্যমণি । এই রকম পাথর হচ্ছে ক্রাইসোবেরিল । রাসায়নিক নাম বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড । আবার যে ক্রাইসোবেরিলে সামান্য লোহার অনুর মিশ্রণ আছে তাদের রং মধুর মতো হালকা সোনালি । এর পারিভাষিক নাম ‘সাইমোফেন’ উৎকৃষ্টতম বৈদুর্য্যমণি এগুলোই । ‘ক্যাবোকন’ আকৃতিতে রত্নটিকে কাটলে একটা উজ্জ্বল নীল আলোর বিন্দু ফুটে উঠে বেড়ালের চোখের মণির মত দেখায় Cats Eye Gemstone । প্রাচীন শ্রীলংকায় কান্তির রাজার একটি বৈদুর্য্যমণি এমনভাবে কাটা হয়েছিল যে, তাতে এ রত্নের স্বাভাবিক দাগগুলোর মাধ্যমেই মশালে আলোকিত একটি দেবীর ছবি ফুটে উঠতো। আগ্নেয়গিরি লাভা ঠান্ডা হলে তার মধ্যে মাঝে মাঝে এক ধরণের গিরি কাচ পাওয়া যায়। সেগুলি লাল, ধূসর কিংবা কালো-বিভিন্ন রঙের হতে পারে। সেগুলিতে থাকে সোডিয়াম, পটাশিয়াম, আয়রণ ও অ্যালুমিনিয়াম। সেগুলির ফাকে ফাকে আরেক ধরণের সুতোর মতো পাথর দেখা যায়। পরিস্কার ও পালিশ করে সেগুলিকে বৈদুর্য্যমনি হিসেবে বাজারে চালিয়ে দেয়া হয়। এটা এক ধরণের নকল মণি। গলিত কাচের সাথে লেড অক্সাইড, ফ্লোরিন ও বেরিল যোগ করে তৈরি করা হয় আরেক জাতের নকল বৈদুর্য্যমনি।


✒ রাশিরত্ন পাথর ক্যাটস আই রত্ন পাথরের গুনাগুন ও উপকারিতা নিম্নরূপ:

✤ যাদের মামলা সংক্রান্ত ঝামেলা রয়েছে তাদের জন্য ক্যাটস আই পাথর উপকারী।
✤ যাদের ব্যক্তিগত জীবন, ব্যবসায় বা চাকুরি জীবনে অথবা পারিপার্শ্বিক প্রকাশ্য ও গোপন শত্রু রয়েছে তাদের জন্য ক্যাটস আই পাথর খুব খুব উপকারী।

✤ ক্যাটস আই পাথর Cats Eye Gemstone যে কোন খারাপ দৃষ্টি অথবা খারাপ আত্মার প্রভাব থেকে মুক্ত থাকতে সাহায্য করে।
✤ এ পাথর ধারনে ধর্ম কর্মে আকর্ষণ বাড়তে পারে।

✤ স্মৃতি শক্তি বৃদ্ধিতে এ পাথর উপকারী।
✤ যে মানুষ গুলো ব্যক্তিগত জীবনে কোন সিদ্ধান্ত নেবার আগে খুব বেশী সিদ্ধান্ত হীনতায় ভোগে তাদের মনবল বৃদ্ধি এবং মানুষিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

✤ ক্যাটস আই পাথর Cats Eye Gemstone ব্যবহারে হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে। এমনটি বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্যবসায় নতুন করে ফিরে পাওয়া যেতে পারে।

✤ বিশেষ করে যারা বাজী ধরতে পছন্দ করে বা যারা রিস্ক নিয়ে ব্যবসায় করতে পছন্দ করে তাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে ক্যাটস আই পাথর অথবা যারা আদ্ধাতিক চিন্তা ভাবনায় জড়িত তাদের জন্য এ পাথর উপকারী।

উল্লেখিত সকল প্রকার উপকার নির্ভর করে মহান আল্লাহর ইচ্ছার উপর। তাই আল্লাহর নিয়ামত ভেবে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে রত্নপাথর ব্যবহার করা উপকারী।

✒ ক্যাটস আই পাথর কোথায় পাওয়া যায়?: (Where Gemstones are Found?)

এই রত্ন- পাথরটি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়। এটি মূলত ব্রাজিল, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্ডিয়া প্রভৃতি স্থানে বৈদুর্য্যমনি পাওয়া যায়। প্রভৃতি স্থানে পান্না পাওয়া যায়।


✒ ক্যাটস আই রত্ন পাথর কিভাবে কাজ করে?: (How Gemstones Work)

রত্ন পাথরের নাম ও ছবি (Names and Pictures of Gemstones) মানব দেহের প্রতিটি অঙ্গ পরমাণুর সমন্বয়ে সৃষ্ট। সৌরমন্ডলের গ্রহগুলোও পরমাণুর সমষ্টি। আর বিভিন্ন প্রকার রত্নগুলো এমন সব পদার্থের সমন্বয়ে সৃষ্ট যার উপস্থিতি মানব দেহেও বিদ্যমান। বিভিন্ন প্রকার রত্ন সরাসরি মানব দেহের ত্বককে স্পর্শ করে শরীরের উপর ইলেকটোম্যাগনেটিক (Electro Magnetic) প্রভাব বিস্তার করে, মানব দেহের বিদ্যমান যে কোন পদার্থের অসামঞ্জস্যপূর্ণ উপসি’তির সামঞ্জস্য আনয়ন করে। বিভিন্ন প্রকার রত্ন বিভিন্ন গ্রহের রশ্মি অতিমাত্রায় আকর্ষণ বা আরও পড়ুন


আমাদের ভিডিও গুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিও গুলোর নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের ঘন্টা🔔আইকন টিতে ক্লিক করে দিবেন। আপনাদের সবাইকে নিয়ে সামনের পথে এগিয়ে দিতে চাই । সবার প্রতি অসংখ্য ভালোবাসা রইলো।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For Business Inquiries Contract me
[email protected]
Mobile No 01403171249
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

show more

Share/Embed