2016 BISI TIPRAJWK BWRWI UMARSAKSOKYA NO ROMPHRENAI KHOROKCHINI NO THUIYASAK ALONG OH TONIJAKNAI
KHAKCHANG TV NEWS &ENTERTAINMENT CHANNEL KHAKCHANG TV NEWS &ENTERTAINMENT CHANNEL
5.5K subscribers
47 views
0

 Published On Premiered Oct 4, 2024

#PLEASE , SUBSCRIBE, LIKE, SHARE,COMENT, FOLLOW OUR MY YOUTUBE. Facebook . Follow Instagram please share comment like my channel


#গণধর্ষণ করে খুন এই মামলায় একজনকে যাবজ্জীবন কারদণ্ড দেয় খোয়াই জেলা আদালতে----/১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে খুন এই মামলায় এক অভিযুক্তক সালফা জমাতিয়া(26) যাবজ্জীবন কারাদন্ড দেয় খোয়াই জেলা আদালতের স্পেশাল কোর্ট। ঘটনা ২০১৬ সালের মে মাসের ৯ তারিখ। এদিন তেলিয়ামুড়ার হদ্রাই এলাকার ১৫ বছরের কিশোরী বিকেলবেলা যায় তার বান্ধবীর বাড়িতে দার্জিলিংটিলা এলাকায়।পরের দিন ১৫ বছরের কিশোরীর বাড়িতে খবর আসে মা বাবার নিকট দার্জিলিংটিলা এলাকায় মৃত অবস্থায় পড়ে রয়েছে তাদের মেয়ে। খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে একটি মামলা গ্রহণ করে তদন্তে নামে। তদন্তে নেমে পুলিশ বীরবল জমাতিয়া, বিনয় জমাতিয়া, সালফা জামাতিয়া, শুভ্রাই জমাতিয়া, থাইল্যান্ড জমাতিয়া, খাকচান মুন্ড ও করিনা জমাতিয়া তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই রাতে বন্ধু বান্ধব মিলে দার্জিলিং এলাকার রেল লাইনে বসে আড্ডা দিচ্ছিল। এদিন রাত আটটা নাগাদ দুই বান্ধবী ও ছয় বন্ধু মিলে মদ্যপান করে। তারপর ছয় বন্ধু মিলে তাদের এক বান্ধবীকে গণধর্ষণ করে। ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে দার্জিলিং টিলা এলাকার শ্মশানঘাটের নিকট ফেলে রেখে দেয়। করিনা জমাতিয়া তাদেরকে এই ঘটনায় সাহায্য করেছিল। পুলিশ তদন্তের শেষে আদালতের চার্জশিট পেশ করে আদালতে। দীর্ঘ শুনানির পর এই মামলায় ৪৭ জনের সাক্ষী গ্রহণ করে। এদিকে মামলা চলাকালীন বীরবল জমাতিয়া ও বিনয় জমাতিয়ার মৃত্যু হয়। খাকসান মুন্ডা, শুভ্রই ও থাইল্যান্ড পলাতক। করিনা জমাতিয়া মুক্ত হয়ে। আজ আদালত সালফা জমাতিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও দেড় লক্ষ টাকা জরিমানা করে।

show more

Share/Embed