কিশোরগঞ্জের যে জমিদার বাড়িতে এখনো বাস করেন তার বংশধরেরা || গাঙ্গাটিয়া জমিদার বাড়ি || TRAVEL VLOG
Rafiq The Explorer Rafiq The Explorer
54.6K subscribers
609,388 views
8.3K

 Published On Jun 8, 2019

কিশোরগঞ্জের যে জমিদার বাড়িতে এখনো বাস করেন তার বংশধরেরা || গাঙ্গাটিয়া জমিদার বাড়ি || TRAVEL VLOG


গাংগাটিয়া জমিদার বাড়িটির গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনামল শুরুর দিকে। এই জমিদার বাড়ির আছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভোলানাথ চক্রবর্তী। অন্যান্য জমিদার বাড়ির মত এটি ধ্বংসস্তুপে পরিণত না হয়ে এখনো এটি পুরোপুরি টিকে আছে। কেননা এখনো এই জমিদার বাড়ির বংশধর এই বাড়িতে বসবাস করতেছেন। এই জমিদার বাড়ির বর্তমান বংশধর হচ্ছেন মানব বাবু। মানব বাবু, তার স্ত্রী, ও বোনকে নিয়ে এই বাড়িতে বসবাস করতেছেন, তবে তাদের কোনো সন্তানাদি নেই এবং তার পরলোকগত ভাইদেরও। বর্তমানে এই জমিদার বাড়িটি মানব বাবুর বাড়ি নামেই বেশ পরিচিত। তারা জাতে ছিলেন ভ্রাহ্মণ বা পুরোহিত। যা হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ও মর্যাদাসম্পন্ন একটি জাতি। এই জমিদার বংশধররা ছিলেন উচ্চশিক্ষিত। এই জমিদার বংশের আদি বসবাস ছিল ভারতের কাইন্নকব্জিতে। প্রায় ছয়শত বছর আগে তারা সেখান থেকে হোসেনপুরে এসে বসতি স্থাপন করেন। পরে ব্রিটিশ শাসনামলের শুরু থেকেই তাদের জমিদারিত্ব শুরু হয় এবং দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে তাদের জমিদারিও শেষ হয়।


কিভাবে যাবেনঃ
ঢাকার মহাখালী বা গোলাপবাগ বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ গামী যেকোন বাসে করে (ভাড়া ২০০-২২০ টাকা) কিশোরগঞ্জের গাইটাল বাস চলে আসুন। বাস স্ট্যান্ড থেকে মাত্র ৫ টাকা ভাড়ায় আসুন কিশোরগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন বটতলা মোড়ে।

বটতলা মোড় থেকে জনপ্রতি ২৫-৩০ টাকা সিএনজি বা ইজিবাইক ভাড়ায় সরাসরি চলে যেতে পারবেন গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে। চাইলে রিজার্ভ সিএনজি বা ইজিবাইক দরদাম করে নিতে পারবেন, রিজার্ভ নিলে ভাড়া নিবে ২২০-২৬০ টাকা। যেতে সময় লাগবে ৪০ থেকে ৫০ মিনিট। গাঙ্গাটিয়া বাজার এসে হেটেই যেতে পারবেন জমিদার বাড়িতে।



🔻Follow me on Facebook -   / generalrafiq  

🔻 Follw me on Twitter -   / generalrafiq  

🔻 Follow me on Instagram -   / generalrafiq  


➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

MY GADGETS -
☑️ Camera-iPhone 6s plus
☑️ Editing-iMovie
☑️ Microphone- Boya MM1/ Boya M1
☑️ Tripod-Gorilla Pod


#travelvlog #tour #travel

show more

Share/Embed