লেবাননের এক শহরে ইসরায়েলের আক্রমণে মেয়রসহ ৫ জনের প্রাণহানি
VOA বাংলা VOA বাংলা
209K subscribers
No views
0

 Published On Oct 16, 2024

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার ১৬ অক্টোবর, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহতে উপর্যুপরি বিমান আক্রমণ চালিয়ে অন্তত ৫ জনকে হত্যা করেছে।

মন্ত্রণালয় বলেছে রাষ্ট্রপরিচালিত জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে বুধবার একটি আক্রমণ প্রাদেশিক রাজধানীর পৌর ভবনে আঘাত হানলে স্থানীয় মেয়র আহমাদ কাহলিল ও স্থানীয় সরকারের কর্মচারিরা নিহত হন।

গত বছরের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১,২০০ জন ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করার পর হামাস-ইসরায়েল যুদ্ধের সূচনা হয়।⁣

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পাল্টা আক্রমণ ও বোমাবর্ষণ ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের সিংহভাগ নারী এবং শিশু।⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣

👉 আরও পড়ুন: https://www.voabangla.com/a/7824415.html

বিস্তারিত জানার জন্য আমাদের বায়ো বা আমাদের সম্পর্কে বর্ণনার জায়গাটি দেখুন।

show more

Share/Embed