Part-1 || Byk Trip-এ পুরুলিয়া|| পাহাড়ের কোলে Tent night stay মাত্র 300 টাকা|| Purulia ayodhya hill
Duo Travelling Duo Travelling
1.2K subscribers
99 views
8

 Published On Apr 2, 2023

#puruliabyktrip #ayodhyahillpuruliatravel #ridingathilltop #forestlove #naturlove #nightstayontent #adventuresvlog #jhargram #belpahari #jhilimili #beautifulmomentofhill

Today we are going to Purulia ayodhya hill.. It's our slightly different byke trip.
Purulia is located more than 300km from kolkata. We are going to purulia ayodhya hill via kharagrpur xpressway,-Jhargram-belpahari-jhilimili
and banduan. Today we are representing some road journey moments and how we reach destination and lastly where we will stay night at hill.. so please keep watching and take love give love.

বন্ধুরা আজকে আমাদের ব্লকটা একটু অন্যরকম আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া। পুরুলিয়া পুরুলিয়া কলকাতা থেকে মোটামুটি তিনশো কিলোমিটার দূরে রয়েছে এটা আমরা সবাই জানি। আমরা কলকাতা থেকে বাইকে করে পুরুলিয়া যাচ্ছি। এবং যাওয়ার বিভিন্ন রকম জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালই লাগবে আমরা প্রথমে মুম্বাই হাইওয়ে ধরে খড়গপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে চলতে থাকলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পথে পথে বেলপাহাড়ি ঝাড়গ্রাম। ঝিলিমিলি এইসব জায়গার জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর সিনারির মধ্যে দিয়ে চলতে থাকলাম। কোথাও পাহাড় রাস্তা উঁচু হচ্ছে কোথাও রাস্তা ঢাল নিচু হচ্ছে তো এইসব চোর দেখতে দেখতে আমরা চলতে থাকলাম। আজকে আমাদেরই পড়বে আমরা কিভাবে পুরুলিয়া পৌছালাম এবং কোথায় করব সেই সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো।
ফাইনালি বন্ধুরা আমরা পৌছালাম পলাশ কুসুম রিসোর্ট অযোধ্যা পাহাড়ের ডমের খুব কাছে আমরা আগে থেকেই এখানে বুকিং করে রেখেছিলাম যেহেতু আমাদের এইবারে জার্নিটা একটু অ্যাডভেঞ্চারাস তাই আমরা একটু অন্যরকম স্বাদ পেতে আমরা হোটেলের না থেকে আমরা tent থাকতে চাইছিলাম সে রকমই হলো তবে আর একটা কথা বলে রাখি এই রিসোর্টে কিন্তু tent র ভাড়া অন্যান্য রিসোর্ট এর থেকে অনেক কম আমাদের দুটি tent ভাড়া করা ছিল ভাড়া নিয়েছিল একদিনের জন্য ভাড়া ৬০০ টাকা। অর্থাৎ যেহেতু একটা tent এ দুজন করে থাকা যায়, সেক্ষেত্রে পার হেড ভাড়া পড়েছিল দিন হিসাবে ৩০০ টাকা করে তো আমরা হোটেলে পৌঁছাতেই প্রথমে tent নিয়ে নিলাম.তারপরে আমরা বেরোলাম কিছুটা ঘোরাঘুরির জন্য। যেহেতু পাহাড়ে পৌঁছাতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল সেই জন্যই আজকে জাস্ট পাহাড়ের বিউটিফুল কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পরের পর্বে আমাদের কিছু স্পেশাল ডেফিনেশন তার সাথে কিছু কমন ডিস্টিনেশন যেগুলো অযোধ্যা পাহাড় এসে আপনি ঘুরতে পারবেন সেই জায়গা গুলো থাকবে। দক্ষিণবঙ্গে পাহাড় বলতে একমাত্র অযোধ্যা পাহাড় রয়েছে পাহাড়ের রাস্তা আঁকবাক সবকিছু পাবেন এবং গাড়ি চালাতে খুব ভালো লাগবে। অবশ্যই সাবধানে থাকবে অবশ্যই সাবধানে যেতে হবে সবাইকে। আমরা চলতে থাকলাম এরকম করে সন্ধ্যে হয়ে গেল সূর্য ডুবছে ওই সন্ধি আমরা পাহাড়ের উপরে থাকলাম এক রাজ ভালবাসা এবং আনন্দ নিয়ে আমরা আজকের দিনের এই পর্বটি শেষ করলাম এবং পরের দিনের পরবে আমাদের থাকবে ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ।

Thank you so much for watching this video and please please like, share and subscribe our channel... ‪@duotravelling‬

show more

Share/Embed