শখের তোলা ৩০০ কোটি / সিলেটে ৩০০ কোটি টাকার "কাজী ক্যাসেল" বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল বাড়ী
Mr. & Mrs. Fahim Khan Mr. & Mrs. Fahim Khan
797K subscribers
841,500 views
0

 Published On May 25, 2019

সিলেটে ৩০০ কোটি টাকার বাড়ি / বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল বাড়ি এখনব সিলেট শহরে / বাড়ীর নামঃ কাজী ক্যাসেল; মালিকঃ মাহ্তাবুর রহমান নাসির, বাড়ী কাজ শুরু হয় ২০০৮ সালে।

ইতালিয়ান মার্বেলের আধিক্য পুরো বাড়িজুড়ে। ‘কাজী ক্যাসেল’কে ঘিরে নানা কৌতুহল জন্ম নিয়েছে এরইমধ্যে। মুখে মুখে প্রচার হচ্ছে বাড়িটি নির্মাণে ব্যয় ৩শ’ কোটি টাকা। আবার কেউ বলছেন আরো বেশি। তবে বাড়ির মালিক বলেছেন, এর নির্মাণ ব্যয়ের সঠিক হিসেব তিনি রাখেননি। কারণ এটি নির্মাণ করছেন তিনি নিতান্তই সখের বসে। আর তাই বিভিন্ন দেশে যখন যেখানে যা কিছু তার চোখে ধরেছে তা এনে বাড়িতে সংযোজন করেছেন। বাড়ির নির্মাণ ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার ব্যবসা নয় যে, কত খরচ হলো আর কত বিক্রয় করবো। তাই এর হিসেব রাখার খুব প্রয়োজন মনে করিনি।’ তবে বাড়িটির নির্মাণকাজ সম্পন্ন করা পর্যন্ত প্রায় ৫০০ কোটি টাকা ব্যয় হতে পারে এমন আভাস দিলেন বাড়ির মালিক।

------------------------------------------------------------------------------------

এবারের সিলেট সফরে আমাদের একজন সঙ্গী হয়েছিল, তার নাম রিয়াজ, পেশায় সে একজন সিএনজি চালক, তার সাথে সম্পর্ক এতটাই ভালো হয়েছিলো যে আমি যেদিন চলে আসবো সেদিন বৃষ্টির মধ্যে নিজের সিএনজি বের না করে আরেকটা সিএনজি ভাড়া করে নিয়ে আমাদের হোটেলের নিচে এসে বসেছিলো, আমাদের পথে খাওয়ার জন্য তার বাসা থেকে সিলেটের "নুনগড়া পিঠা" বানিয়ে এনেছে। আমি চলে আসার সময় তার চোখ ছলছল করছিল, বললো "ভাই যতদিন বেচে থাকবো, আপনার কথা মনে রাখবো, আমি বললাম, ব্যাপার না, আমি আবার আসবো, রিয়াজের জন্য আমি আবার সিলেট যাবো ইনশাআল্লাহ্।

তো আসল কথায় আসি, সিলেট আমাকে চিনিয়েছে রিয়াজ, খুব ভালো মনের একজন মানুষ। আমার কথা বললে দেখবেন কি করে ☺ আপনারা চাইলে সিলেট গিয়ে রিয়াজকে সাথে নিয়ে ঘুরতে পারেন। রিয়াজের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি "01789184792"

show more

Share/Embed