৪৫ দিনে ৫ বার সাপের কা'ম'ড় খেয়েও বেঁ'চে আছেন যিনি! Bijoy TV
BIJOY TV BIJOY TV
1.29M subscribers
5,167 views
0

 Published On Jul 5, 2024

সাপকে ভয় পায়না এমন মানুষের সংখ্যা খুবই কম। সাপের ছোবলে মৃত্যু হওয়া মানুষের সংখ্যাও অনেক। তবে ভারতের উত্তর প্রদেশে পরপর পাঁচবার সাপের ছোবল খেয়েও বেঁচে আছেন বিকাশ দুবে নামের এক তরুণ।
একবার, দুইবার নয়, ৪৫ দিনের মধ্যে পাঁচটি সাপের কামড় খেয়েও অলৌকিকভাবে বেঁচে আছেন এক তরুণ। গত ২ জুন রাতে প্রথমবার সাপের কামড় খান বিকাশ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে দুদিন ভর্তি থেকে চিকিৎসাও নেন তিনি। তখন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
এরপর, গত ১০ জুন দ্বিতীয়বার সাপে কামড়ায় বিকাশকে। পরে, চিকিৎসা শেষে বাড়ি ফেরেন সুস্থ হয়ে। এদিকে, এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহ পরেই আবার সাপে কামড়ায় বিকাশকে। এবার তিনি অজ্ঞান হয়ে পড়েন। তবে, চিকিৎসার পর এবারও সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
কিন্তু এরপরও ফের সাপের কামড় খান বিকাশ দুবে। চতুর্থ দফায় চিকিৎসার জন্য আগের হাসপাতালে গেলে এবার অবাক হয়ে যান চিকিৎসকরাও। তখন তাকে চিকিৎসা দেয়া হয় এবং সেবারও প্রাণে রক্ষা পান তিনি। তখন বিকাশ ও তার পরিবার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন।
এরপর তার পরিবার আর ঝুঁকি নিতে চায়নি। পরিবার-আত্মীয়স্বজন তো বটেই চিকিৎসকরাও কিছু দিনের জন্য বাড়ি ছাড়ার পরামর্শ দেন বিকাশকে। পরে তাদের পরামর্শে ফতেপুরের রাধা নগরে এক আত্মীয়ের বাড়িতে চলেও যান দুবে। তবে সেখান থেকেও সাপের কামড়ে রক্ষা পাননি তিনি।
৪৫ দিনে পঞ্চমবারের মতো সাপের কামড় খাওয়ার পরও বিকাশ দুবের অবস্থা এখনো স্থিতিশীল বলে জানা গেছে। তবে তাকে কামড় দেয়া সাপগুলো বিষধর ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

show more

Share/Embed