আমের মুকুল (Mango inflorescence) আসার আগে ও পরে - কি করবেন, কি করবেন না। Before & after care
Krisoker Dorpon / কৃষকের দর্পণ Krisoker Dorpon / কৃষকের দর্পণ
174K subscribers
269,392 views
5.8K

 Published On Jan 19, 2021

#mango #মুকুল #আমের_গুটি_ঝরা_রোগ
টব বা ড্রামের মাটি তৈরি করবেন যেভাবে-
   • টব/ড্রামের মাটি তৈরী করবেন যেভাবে || ...  
হোপার পোকা নিয়ন্ত্রণেঃ
সাইপারমেথ্রিন গ্রুপের
(রিপকর্ড/ সিমবুশ/ ফেনম/বাসাথ্রিন/অন্য নামের ১০ ইসি ব্যবহার করতে পারেন।
অথবা
ডেল্টামেথ্রিন (ডেসিস) ২.৫ ইসি অথবা
ফেনভ্যালিরেট (সুমিসাইডিন/মিলফেন/অন্য নামের) ২০ ইসি নামক কীটনাশক ০.৫মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে আম গাছের কান্ড, ডাল, পাতা এবং মুকুল ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে পারেন।


ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশকের (১৭ টি) বাণিজ্যিক নামের সংক্ষিপ্ত তালিকা দেয়া হলো:
ইন্ডোফিল এম ৪৫ (অটো ক্রপ কেয়ার), ডায়থেন এম ৪৫ (বায়ার), জাজ ৮০ ডবি্লউপি (সিনজেন্টা),

নেকজেব (ন্যাশনাল এগ্রিকেয়ার), হেম্যানকোজেব (পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড), এমকোজেব ৮০ ডবি্লউপি, কোজেব ৮০ ডবি্লউপি, গ্যালভেন এম, ম্যানজেট ২০০,

পেনকোজেব ৮০ ডবি্লউপি, সানকোজেব, ভন্ডজেব, ভিটামিল ৭২ এমজেড, ম্যানকোজেব ৮০ ডবি্লউপি, এডকোজেব ৮০ ডবি্লউপি,
নেমিসপোর ৮০ ডবি্লউপি, সিনাজেব ৮০ ডবি্লউপি, প্রভৃতি৷
এদের কার্যকারিতা সবারই এক যেমন প্যারাসিটামল গ্রুপের সমস্ত ঔষধের কার্যকারিতা এক৷

show more

Share/Embed