আর কটা দিন সবুর করুন! মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
Risalatul Islam BD Risalatul Islam BD
104K subscribers
1,315 views
100

 Published On Aug 26, 2024

ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বর্তমান সরকারের কাছে তাদের দাবি-দাওয়া নিয়ে মাঠে নেমেছে, আন্দোলন করছে, বিক্ষোভ করছে। তো তাদের ন্যায্য দাবি দাওয়া থাকতেই পারে এবং লক্ষ করলে দেখা যাবে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ দীর্ঘদিন যাবত বছরের পর বছর তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাদের সে অধিকার তাদেরকে বুঝিয়ে দেওয়া অবশ্যই অবশ্যকর্তব্য। তবে সবকিছুর একটা সময় আছে। সবেমাত্র ক্ষমতায় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা এমন এক সময় ক্ষমতায় এসেছে যখন দেশের প্রশাসনিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। আমাদের তো এই সরকারকে সময় দেওয়া উচিত। যাতে তারা প্রশাসনিক কাঠামোকে আবার সক্রিয় করে তুলতে পারে। তারা সবদিক গুছিয়ে আনতে পারে। আবার এই মুহূর্তে দেশে অনেক বড় দুর্যোগ দেখা দিয়েছে বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যা কবলিত। এ সময় ত্রাণকার্য পরিচালনা করা এবং বিপুল সংখ্যক বন্যার্ত মানুষকে উদ্ধার করে আনা এটাতো সরকারের অনেক বড় দায়িত্ব। তারপরে সামনে রয়েছে গণভোটের ব্যবস্থা। নিরপেক্ষ গণভোটের ব্যবস্থা করা অন্তবর্তীকালীন সরকারের বড় দায়িত্ব। এইসব দায়িত্ব পালন করতে তাদেরকে তো সুযোগ দিতে হবে। আমরা দীর্ঘ দিন ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এখন তড়িঘড়ি করে যদি আমাদের সেসব দাবি আদায় করে নিতে চাই তাহলে তো সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া হবে। তারা যদি সবকিছু গুছিয়ে না এনে এখন এসব দাবি দাওয়া পূরণের পেছনে পড়ে যায় তাহলে হিতে বিপরীত হতে পারে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নিতে পারে।সরকার যাতে তাদের বড় বড় দায়িত্ব আনজাম দিতে পারে সে লক্ষ্যে তাদেরকে যদি আমরা সুযোগ দিই আর তারা সবদিক গুছিয়ে আনতে পারে, তারপর তাদের কাছে দাবি-দাওয়া পেশ করা হয়, তাহলে সেটাই যুক্তিসঙ্গত হবে। তখন তাদের জন্য দাবি-দাওয়া পূরণ করতে সহজ হবে। এসব দাবি দাওয়া পূরণ করতে গেলে অনেক আলোচনা পর্যালোচনা প্রয়োজন রয়েছে। সেসব আলোচনা ছাড়া যদি তড়িঘড়ি করে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় তা জাতির পক্ষে কল্যাণকর নাও হতে পারে। তাই এখন আমরা সবাইকে আহ্বান জানাবো যে অনেকদিন অপেক্ষা করা হয়েছে, আরও কিছু দিন অপেক্ষা করা হোক। এ সরকার সবকিছু গুছিয়ে আনুক। আমাদেরকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ আমাদের অনেক উপকার হবে। আল্লাহতালা আমাদেরকে আরো বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

show more

Share/Embed