Eka beche thakte shekho priyo (Original song)| একা বেঁচে থাকতে শেখো প্রিয় । Aseer Arman । আসির আরমান
Aseer Arman Aseer Arman
61.4K subscribers
503,107 views
10K

 Published On Mar 21, 2019

প্রিয় একা,
বেঁচে থাকতে শেখো প্রিয়। তোমার নামে শিরনি দিয়েছি তারার মাজারে। আশারাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। আমার নিরাগ লাগে ভারী।
কবে ছোঁব সাদাশাড়ি?
আমায় নিয়ে আর ভেবোনা আরামপ্রিয়। মনে স্বস্তি জেনো, শুধুই ফুর্তি মেনো। দোলনচাঁপার মৌসুমে আমি টানছি ইতি এবার
তোমার বদ্ধঘরে শোবার স্বভাব আমি না করেছি ক'বার!?

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

তোমার মনের গতি রাতের দূরপাল্লার গাড়ি। আমি ধরতেও না পারি, আমি ক্যামনে যাবো বাড়ি।
টিকেট কেটে রেখেছিলাম, যাত্রাসময় ভুলে; এখন ইশটিশনে বেজায় অন্ধকার।

তোমায় কে দিয়েছে নিকষকালো রাতের যোগান?

(অনেকেই চিঠিটা চাচ্ছিলেন! দেরীর জন্য ক্ষমাপ্রার্থনা।)

লেখা ও সুরঃ আসির আরমান (আমার বন্ধু ।। Amar Bondhu)
গীটারবন্ধুঃ Ruslan Rehman
ভিডিওবন্ধুঃ Rubayat Rehman

show more

Share/Embed