শশীলজ ময়মনসিংহ | ১২০ বছরের নারী মূর্তির রহস্য | shoshi lodge mymensingh
Farzan karim Farzan karim
1.19K subscribers
18,859 views
226

 Published On Feb 20, 2024

শশীলজ ময়মনসিংহ | ১২০ বছরের নারী মূর্তির রহস্য | shoshi lodge mymensingh

আসসালামু আলাইকুম সবাইকে।
আশা করছি সবাই ভালো আছেন,সুস্থ আছেন।
আজকে ঘুরে এলাম ময়মনসিংহের শশী লজ থেকে।অসম্ভব সুন্দর এই জায়গাটি না দেখলে বুঝবেন না |

শশী লজ ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরীর অপূর্ব সৃষ্টি যা ময়মনসিংহের রাজবাড়ী নামেও পরিচিত।

শশী লজ এর মূল ফটকের ভেতরে ঢুকতেই চোখে পড়বে ১৬ গম্বুজবিশিষ্ট দৃষ্টিনন্দন প্রাসাদটির প্রধান ফটক। মাথার ওপর ছায়া দিচ্ছে বহুদিনের পুরনো বিশাল বিশাল গাছ। প্রাসাদের দিকে যেতে চোখে পড়বে সবুজ ঘাসের বাগান। যেখানে অলংকৃত শ্বেতপাথরে তৈরি ফোয়ারা আর তার মাঝখানে গ্রিক দেবী ভেনাসের একটি শ্বেতশুভ্র মূর্তি।

৯ একর জমির উপর প্রতিষ্ঠিত এই রাজবাড়ীর আদি প্রতিষ্ঠাতা ছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী। দুই তলা বিশিস্ট এই ভবনটি তার পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে নামকরন করা হয় শশী লজ। বিখ্যাত এই ভবনটি ১৮৯৭ সালে গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পের ফলে পুরা বিধ্বস্ত হয়ে যায়। একই স্থানে তার দত্তক পুত্র মহারাজা শশীকান্ত আচার্য চৌধুরী ১৯০৫ সালে নতুন করে শশীলজ নির্মান শুরু করেন।

বাড়ির পেছন দিকে টলটলে শান্ত জলের পুকুরে মার্বেল পাথরে বাঁধাই করা ঘাট। ঘাট ঘেঁষে নির্মিত দোতলা স্নানঘরটি পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। এখানে বসেই রানি পাশের পুকুরে ভেসে বেড়ানো হাঁসেদের খেলা দেখতেন। পুকুর পাড়ে হাওয়া খাওয়ার জন্য দ্বিতল ছোট্ট ভবন। সিঁড়িটা বেশ বৈশিষ্ট্য মণ্ডিত। লজের চারপাশে এখনও কিছু বিশদাকায় বৃক্ষ কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। সেই ১০০ বছরেরও অধিকাল আগের নির্মিত সীমানা প্রাচীর আজও প্রায় অটুট আছে।

অনন্য স্থাপনা ও গঠনশৈলীর কারণে সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রাসাদটিকে পুরাকীর্তি পর্যটন স্থান হিসেবে ঘোষণা করেছে।

প্রাসাদের অভ্যন্তরে রয়েছে মার্বেল পাথরের অলংকরণে তৈরি চমৎকার ঝর্ণা এবং কাঠের মেঝে দ্বারা নির্মিত হলরুম। দরজা ও জানালায় রয়েছে রঙিন কাঁচের পাতের ওপর চমৎকার কারুকাজ।

দৃষ্টিনন্দন এই প্রাসাদটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ভ্রমণপ্রেমি মানুষ। সাধারণ দর্শনার্থীদের জন্য প্রাসাদে প্রবেশ মূল্য ২০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাপ্তাহিক বন্ধ প্রতি রবিবার |

#শশীলজ #shoshilodge #শশীলজময়মনসিংহ #ময়মনসিংহেররাজবাড়ী #ময়মনসিংহশশীলজ #shoshilodgemymensingh #mymensinghshoshilodge
#mymensingh #নারীমূর্তির #১২০বছরেরনারীমূর্তিররহস্য

show more

Share/Embed