মাত্র ৩০০০৳ ডাবল বেড AC! 🥶 রুম সাথে !! Cox’s Bazar Travel history. কক্সবাজার ট্যুরের ইতিহাস!
Rider's School BD (Zunaid) Rider's School BD (Zunaid)
1.34K subscribers
11 views
2

 Published On Oct 19, 2024

আমাদের কক্সেস ডাইরি🖤
আলহামদুলিল্লাহ। আল্লাহর বিশেষ রহমতে প্রায় এক মাস ধরে পরিকল্পনা করে এবং টিম মেম্বারদের সাথে পরামর্শ করে আল্লাহর বিশেষ রহমতে কক্সবাজার ট্যুর টি সম্পন্ন হল।
সেপ্টেম্বর ১২ তারিখে যখন চিন্তা ভাবনা করি সমুদ্রের দিকে যাব তখনো মাত্র একটি বাইক নিয়ে দুজন রাইডার যাওয়ার পরিকল্পনা করেছিলাম। তারপর কিভাবে কিভাবে যেন দশজন বাইকার একত্রিত হয়ে গেলাম। সবই আল্লাহর ইচ্ছে।

চিন্তিত ছিলাম এবারের রাইডে বেশ কিছু নতুন রাইডার ছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাশাআল্লাহ তারা খুবই চমৎকারভাবে 900 কিলোমিটার দীর্ঘ এই রাইড টি সম্পন্ন করেছে।
কোন ধরনের অপ্রীতিকর কাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নাইট রাইড এনজয় করেছি।
সবাই খুবই হেলফুল মাইন্ডেড ছিল এবং সাপোরটিভ ছিল। এই দশ জন ছাড়াও অনেকেই যেতে আগ্রহ প্রকাশ করেছিলেন তবে হয়তোবা নানান কারণে বা অসুবিধার কারণে যেতে পারেননি।
কক্সবাজার হিমছড়ি ইত্যাদি সকল স্থানে আমরা যেভাবে আনন্দ করেছি তা এই পোষ্টের মাধ্যমে লিখে অনুভূতি প্রকাশ করা সম্ভব নয় কোনভাবেই।
আমাদের একজন রাইডার রাকিবের বাসায় যেটা চট্টগ্রামে কালুর ঘাটে অবস্থিত সেখানে রাতের আপ্যায়ন আমরা কখনোই ভুলবো না। তাদের পরিবারের সদস্যরা আমাদের খুবই সমাদর করেছেন।
সেখান থেকে বিশ্রাম নিয়ে রাত বারোটা নাগাদ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রবিবার ভোর পাঁচটায় ঢাকায় প্রবেশ করি সবাই।

রাইডের টিম লিডার হিসেবে MT Raju Rasel Raju এবং মেহেদী পলাশ Mehedi Palash এবং MD Sifat ভাইয়ের অবদান অনস্বীকার্য।
টিম ম্যানেজমেন্টের দায়িত্ব পালনে সবাই সবাইকে সহযোগিতা করার কারণে ট্রিপ টি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।
আমি আমার লাইফে লং ডিসটেন্স ট্যুর বহুবার দিয়েছি কিন্তু এবারের ট্যুরটি অভাবনীয় চমৎকার ছিল তা বলাই বাহুল্য।
ছোট ছোট বাচ্চারা যেভাবে কো-অপারেট করেছে তা অবর্ণনীয়। এত দীর্ঘ রাস্তা সারারাত ক্লান্তিহীনভাবে রাইড করে আমাকে সারপ্রাইজ করেছে। এতটা আশাই করিনি। Muhammad Shamim Hossain, Sk Høssäîñ Råkîß Badhan Ahmed Md Shamim Mh Fahim Sarkar Shuvo
তবুও প্রত্যেকের মুখে লেগেছিল হাসি আনন্দ।
রাইডারদের অনেকের গার্ডিয়ান আমার পূর্ব পরিচিত থাকায় অনেকেই আমার সাথে তাদের রাইডে জয়েন করাটাকে সহজভাবেই নিয়েছিলেন।
তাই আমার ওপর মানসিক চাপ ছিল বেশি।
টিম ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক সময় রাইডারদের সাথে বা টিম মেম্বারদের সাথে কড়াকড়ি থাকতে হয়েছে। যদিও তারা মেনে নিয়েছিল সহজভাবেই।
আমি টিম লিডার ছিলাম না তবুও অনেক ক্ষেত্রে দায়িত্ব নিতে হয়েছে সে ক্ষেত্রে আমারও অনেক ভুল ত্রুটি ছিল। হয়তো টিম মেম্বারদের মনে কষ্ট দিয়ে থাকতে পারি। তা ছিল নিতান্তই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। আমি দুঃখিত এবং লজ্জিত।
আশা করছি ভবিষ্যতে পাহাড়ের রাজ্যে দেখা হতেও পারে যদি আল্লাহ পাক চান।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।
Happy biking and safe ride.🖤🖤
The old Bikers Club.
J. Watson.🇧🇩

show more

Share/Embed