বনভোজন কবিতা|bonovojon|
KAJAL SARKAR POETRY KAJAL SARKAR POETRY
1.02K subscribers
66 views
5

 Published On May 28, 2024

বনভোজন কবিতা||গোলাম মোস্তাফা||Bonvojon Kobita gulam Mustafa|| অভিনয় সহ||ছোটো বেলায় চলে যাবেন আপনিও❤

কবিতা টি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ।
😊😊😊

কলমে গোলাম মোস্তফা
কন্ঠে:-কাজল সরকার
চিত্র গ্রহণ:-কাজল সরকার
চিত্র সম্পাদন:-কাজল সরকার


বনভোজন
গোলাম মোস্তফা

নূরু, পুষি, আয়ষা, শফি সবাই এসেছে,

আম-বাগিচার তলায় যেন তারা হেসেছে!

রাঁধুনিদের সখের রাঁধার পড়ে গেছে ধুম,

বােশেখ মাসের এই দুপুরে নাইকো কারোে ঘুম।

বাপ-মা তাদের ঘুমিয়ে আছে, এই সুবিধা পেয়ে

বনভােজনে মিলেছে আজ দুষ্টু কঁটি মেয়ে!

কেউ এনেছে আঁচল ভারে কুড়িয়ে আমের গুটি,

নারিকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি,

কেউ এনেছে চৈত-পুজোতে কেনা রঙিন খুরি,

কেউ এনেছে ছােট্ট বঁটি, কেউ এনেছে ছুরি।

বসে গেছে সবাই আজি বিপুল আয়ােজনে,

ব্যস্ত সবাই আজকে তাদের ভােজের নিমন্ত্রণে!

কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাঁধে ভাত,

কেউ বা বলেদুত্তরি ছাই, পুড়েও গেল হাত!

বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা,

তবু সবার দুই চোখেতে ধোঁয়া লেগেই কাঁদা!

কোর্মা পােলাও কেউ বা রাঁধে, কেউ বা চাখে নুন,

অকারণে বারেবারে হেসেই বা কেউ খুন।

রান্না তাদের শেষ হলাে যেই, গিন্নি হলাে নূরু,

এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু !

ধুলাে-বালির কোর্মা-পােলাও, আর সে কাদার পিঠে

মিছিমিছি খেয়ে সবাই বল্লেবেজায় মিঠে!

এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে,

পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে!

❤❤❤❤

show more

Share/Embed