PADMAR DHEURE MORE SHUNNO || পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় || RISHU TALUKDER || NAZRUL SANGEET
Rishu Talukder -Television and Radio Artist Rishu Talukder -Television and Radio Artist
397 subscribers
99 views
1

 Published On Sep 4, 2024

#rishu_talukder #nazrul_sangeet
নজরুল সংগীত / তাল-দ্রুত দাদরা
শিল্পী -রিষু তালুকদার
তবলায় -প্রীতম আচার্য
কীবোর্ডে -নিখিলেশ বড়ুয়া
বেহেলায়-শ্যামল চন্দ্র দাশ
অক্টোপ্যাডে-রনি চৌধুরী
নৃত্যে-হৃদিতা দাশ,জয়ীতা দত্ত, বহ্নি চৌধুরী, পুষ্পিতা দত্ত

পদ্মার ঢেউ রে
মোর শূণ্য হৃদয় পদ্ম নিয়ে যা, যা রে।
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে।।

মোর পরান বঁধু নাই,
পদ্মে তাই মধু নাই (নাই রে)
বাতাস কাঁদে বাইরে,
সে সুগন্ধ নাই রে মোর রূপের সরসীতে আনন্দ–মৌমাছি নাহি ঝঙ্কারে রে।।

ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ ওঠায়
যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি
ঝিল্‌মিল করে কৃষ্ণ–কালো।

সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস্‌ তারে, দিস্‌ এই পদ্ম তার পায়
বলিস্‌, কেন বুকে আশার দেয়ালি
জ্বালিয়ে ফেলে গেল চির–অন্ধকারে।

show more

Share/Embed