সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষাবাদ পদ্ধতি - Vegetable
Krishi Poribar Krishi Poribar
710K subscribers
11,415 views
199

 Published On Sep 11, 2024

সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শুরুতে কি কি শাক সবজি চাষ করবেন - লাভজনক সবজি চাষাবাদ পদ্ধতি - Vegetable

আজকে আমি আপনাদের জানাবো সেপ্টেম্বরের শেষে আর অক্টোবরের শুরুতে কি কি শাক সবজি চাষ করবেন।

আপনারা অক্টোবর মাসে হাইব্রিড জাতের লাউ চাষ করতে পারেন, লাউ চাষের জমি ভালোভাবে চাষ দিয়ে নিবেন।

এরপর মাদা তৈরি করে, সেই মাদার মাঝে দেশি জাতের লাউ বীজ লাগিয়ে দিবেন।

লাউয়ের বেশি ফলন পেতে গাছ মাচায় বাইয়ে দিবেন, কোন রোগবালাই উপদ্রব দেখা দিলে কীটনাশক দিবেন।

আপনারা এই সময় মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, বছরের যে কোন সময় মিষ্টি কুমড়া চাষ করা যায়।

মিষ্টি কুমড়া গাছের বয়স ১৫ দিন হলেই গাছে সার দিবেন, এতে গাছ দ্রুত বৃদ্ধি হবে।

আপনারা সেপ্টেম্বর মাসে শেষ দিকে উন্নত জাতের হাইব্রিড শসা চাষ করতে পারেন।

শসা চাষ করার জন্য দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন।

যদিও প্রায় সারা বছর সব ধরনের মাটিতে বারোমাসি শসা চাষ করা যায়।

সেপ্টেম্বর মাসে টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে চিচিঙ্গা চাষ করতে পারবেন।

চিচিঙ্গা বীজ লাগিয়ে দেওয়ার আগে ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এরপর জমিতে বীজ লাগিয়ে দিবেন।

এই সময় উন্নত মানের শিম চাষ করতে পাবেন, বাজারে অনেক ধরনের শিম বীজ কিনতে পাওয়া যায়।

আপনারা অল্প সময়ে বেশি ফলন পেতে হাইব্রিড জাতের শিম চাষ করতে পারেন।

করলা আমাদের দেশে খুবই পরিচিতি ও জনপ্রিয় একটি সবজি।

দেশের প্রায় সব জায়গায় হাইব্রিড জাতের করলা সহ উচ্ছে চাষ করা হয়।

শীতকালের শুরুতে কাঁচা মরিচ চাষ করা যায়, বাজারে অনেক জাতের মরিচ বীজ পাওয়া যায়।

মরিচ চাষ করার জন্য জমি খুব ভালোভাবে চাষ দিয়ে মাটি ঝুরঝুরা করে বীজ ছিটিয়ে বপন করে দিবেন।

আপনারা ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি, বাঁধাকপি গাজর এই সময়ে চাষ করতে পারবেন।

এছাড়া লালশাক, পালংশাক, ডাটা শাক, পুঁইশাক চাষ করতে পারবেন।

show more

Share/Embed