ঘুরে আসলাম বরিশাল বিভাগীয় জাদুঘর ও দুর্গাসাগর | Barisal Divisional Museum | Durga Sagar Barisal
Sraboni 7.16 Sraboni 7.16
2.66K subscribers
2,609 views
98

 Published On Mar 17, 2023

Travel vlog

Explored Barisal Divisional Museum and Durga Sagor Barisal for a glimpse into the rich culture and history of Barishal.

বরিশাল জাদুঘর: Barisal Divisional Museum
বরিশাল বিভাগীয় জাদুঘর বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত। বরিশাল বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ১৮২১ সালে নির্মিত পুরাতন কালেক্টরেট ভবনকে সংস্কার করে। যদিও ১৯৭৯ সালে গণপূর্ত বিভাগ ওই ভবন ব্যবহারের অনুপযোগী এবং ১৯৮৪ সালে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু ২০০৩ সালে সরকার ভবনটি সংরক্ষিত পুরাকীর্তি উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে। ২০০৫ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে ভবনের দখল হস্তান্তর করা হয়। এরপর ২০০৫ সালে ভবন সংস্কার করে বিভাগীয় জাদুঘরে রূপান্তর করা হয়। ২০০৭ সালে সংস্কারকাজ শেষ হয় এবং ২০১৫ সালের ৮ জুন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপরই সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাদুঘর। জাদুঘরের দ্বিতীয় তলায় নয়টি গ্যালারিতে বরিশাল বিভাগের ভৌগোলিক ও প্রাকৃতিক পরিচিতি, বরিশালের খ্যাতিমান ব্যক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প, বাংলাদেশের প্রত্ন সম্পদ ও ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। ইতিমধ্যে সংগৃহীত দুই শতাধিক উপাদান নয়টি গ্যালারিতে সাজানো হয়েছে। এর পাশাপাশি ঔপনিবেশিক স্থাপত্য ঐতিহ্যের স্মারক হিসেবে কালেক্টরেট ভবনটির ইতিহাস, স্থাপত্যশৈলী ও বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা গ্রীষ্মকালে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা এবং শীতকালে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জাদুঘর পরিদর্শন করতে পারবেন। প্রবেশ মূল্য হিসেবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৫ টাকা ও বড়দের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ২৫ এবং অন্যান্য দেশের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পাঁচ বছরের নিচে শিশুদের কোনো ফি লাগবে না। জাদুঘরের নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, রয়েছে বিশেষ সংকেত ব্যবস্থা।


দুর্গাসাগর দীঘি বরিশাল: Durga sagor
দুর্গাসাগর হলো, বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘী। বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি - বরিশাল সড়কে মাধবপাশায় এর অবস্থান। শুধু জলাভূমির আকার ২৭ একর। পার্শবর্তী পাড় ও জমি সহ মোট আয়তন ৪৫.৪২ একর। ১৭৮০ সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ন এই বিশাল জলাধারটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নামানুসারে এর নাম করন করা হয় দুর্গাসাগর। ১৯৭৪ সালে তৎকালিন সরকারের উদ্যোগে দিঘীটি পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে “দুর্গাসাগর দিঘীর উন্নয়ন ও পাখির অভয়ারন্য” নামে একটি প্রকল্পের অধিনে বরিশাল জেলা প্রশাসন দিঘীটির তত্ত্বাবধান করছে।প্রায় আড়াইশ’ বছর আগে বরিশালের মাধবপাশায় ‘দুর্গা সাগর’ দিঘী খনন করেছিলেন চন্দ্রদ্বীপের রাজা শিব নারায়ন। মাধবপাশা ছিল চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী। কালের পরিক্রমায় এই জলাধার এখন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। দুর্গা সাগরকে ঘিরে বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন।

Restaurants we visited :
Ghoroa Restaurant

Durga sagor Barishal,
Barisal Divisional Museum

Thanks a lot for watching my video.
✅ Feel free to Like, Comment & Share our video.
Please Subscribe to our channel.
✅Sraboni 7.16

✅Follow my Fb page: https//www.facebook.com/Sraboni7.167
✅Instagram:   / aysha.sraboni  


#barishal #barishal_vlogs #museum




TAGS:
barishal,বরিশাল,barisal vlog,vromon guide,barisal tourist spot,barisal tourist places,barishal tour,Durga Sagor- the only large lake in the Barisal Division,darga sagor barisal,large lake in barisal,visit to durga sagor dighi,barisal dighi,barisal durga sagor,Durga sagor waterfall,durga sagor falls,barisal news,sraboni7.16,Barisal Divisional Museum,বরিশাল জাদুঘর,দুর্গাসাগর বরিশাল,দুর্গাসাগর দিঘি বরিশাল,barisal divisional museum,barisal,history of barishal bangladesh,barishal vlog,barisal travel vlog,durga sagar dighi,durga sagor barisal,durga sagor,durga sagor- the only large lake in the barisal division,barishal vromon guide,barisal tour,history of barishal,tourist places of barisal,barisal district,history of durga sagor,durga sagor latest review,

show more

Share/Embed