Purulia News: দীর্ঘদিন ধরে বিকল সোলার পাম্প , চরম জল কষ্টে গ্রামবাসীরা!
Local18 West Bengal Local18 West Bengal
16.2K subscribers
80 views
1

 Published On Sep 4, 2023

পুরুলিয়া: বর্ষা কালেও মিটল না পুরুলিয়া জেলাতে জলের কষ্ট। চরম দুর্ভোগে মধ্যে রয়েছে তুন্তুরি সুইসা গ্ৰামের শতাধিক মানুষ। দীর্ঘদিন ধরে সৌর শক্তিতে চালিত পানীয় জলের সোলার পাম্প বিকল হয়ে পড়ে রয়েছে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা পায়নি গ্ৰামবাসিরা , এমনটাই অভিযোগ।
গ্ৰামের প্রায় শতাধিক পরিবারের মানুষ সৌরশক্তিতে চালিত পানীয় জলের এই পাম্পের উপর নির্ভরশীল , কিন্তু পাম্প বিকল হয়ে পড়ায় অনেকটাই সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা।



এ বিষয়ে গ্ৰামবাসীদের একাংশ জানিয়েছেন , দীর্ঘদিন ধরেই তাদের গ্রামের পানীয় জলের সোলার পাম্প বিকল হয়ে পড়ে রয়েছে। তাঁরা দিনমজুরের কাজ করেন। সারাদিন কঠোর পরিশ্রমের পর দিন শেষে বাড়ি ফিরে তাঁরা সঠিকভাবে পানীয় জল পান না। ‌ জলের কষ্ট তাঁদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। গত চার মাস আগে ঠিকাদার সংস্থা সৌর চালিত সোলার পাম্পের মেশিনটি খুলে নিয়ে গিয়েছিল মেরামতের জন্য। কিন্তু সেই পাম্প মেরামত করে এখনও পর্যন্ত চালু করা হয়নি। প্রশাসন যাতে দ্রুত এই পাম্প মেরামত করে ও তাদের পানীয় জলের সমস্যা সমাধান করে দাবি করেছেন তাঁরা।
জলের সমস্যা পুরুলিয়া জেলাতে নিত্যদিনের। বিশেষত গ্রীষ্মের দিনে এই সমস্যা আরও অনেকখানি বেড়ে যায়। ‌ সোলার পাম্প বিকল হয়ে পড়ে থাকার কারণে কষ্টের মধ্যে রয়েছে তুন্তুরি সুইসা গ্ৰামের মানুষেরা। কবে পাবে এই জন কষ্ট সেই সুদিনের আশায় রয়েছেন তারা‌।
শমিষ্ঠা ব্যানার্জি,#bengalinews #localnews

News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Bengali language. News18 Local also covers local events, civic issues, information, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you.

রাজ্যে জেলাগুলির স্থানীয় নিউজ আপডেট এবং ভিডিওর শেষ কথা নিউজ১৮ লোকাল। এখানে মিলবে স্থানীয় তথ্য, উৎসব, শিক্ষা, চাকরির খোঁজ; থাকবে সাফল্যের খবর, ঐতিহাসিক স্থান এবং পর্যটনকেন্দ্রের খবরও।​

Follow us @

  / news18bangla  
  / news18bengali  
  / news18bangla  

show more

Share/Embed