Nikli মাত্র ২৬০ টাকায় একদিনে কিশোরগঞ্জের নিকলী মিঠামইন হাওর ভ্রমণ। Nikli । Mithamoin | Day Tour.
Sujon Ifran Sujon Ifran
1.15K subscribers
21,095 views
270

 Published On Sep 7, 2023

`` আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ ``

মাত্র ২৬০ টাকায় একদিনে কিশোরগঞ্জের নিকলী মিঠামইন হাওর ভ্রমণ। Nikli । Mithamoin | Day Tour

বরাবরের মতন এইবারও আমরা খুব অল্প টাকায় কিশোরগঞ্জ ট্রাভেল করেছি সেই অভিঙ্গতাই আপনাদের সাথে শেয়ার করেছি। এই ব্লগের মাধ্যমে আপনি কিশোরগঞ্জ ভ্রমনের একটি পরিপূর্ন ভ্রমন গাইডলাইন পাবেন। তাই সম্পূর্ন ব্লগটি দেখার অনুরোধ রইল।

কিশোরগঞ্জ --
কোথায় কোথায় ঘুরতে পারবেন :
(১) নিকলী হাওর
(২) কিশোরগঞ্জ ছাতির চর গ্রাম
(৩) অষ্টগ্রাম মিঠামইন ইটনা রাস্তা
(৪) কবি চন্দ্রাবতী মন্দির
(৫) শেখ মাহমুদ শাহ মসজিদ
(৬) দিল্লির আখড়া
(৭) সৈয়দ নজরুল ইসলাম সেতু
(৮) ইটনা শাহী মসজিদ
(৯) অষ্টগ্রাম হাওর, কিশোরগঞ্জ
(১০) গাঙ্গাটিয়া জমিদার বাড়ি, হোসেনপুর
(১১) কুতুব শাহ মসজিদ, অষ্টগ্রাম
(১২) এগারসিন্দুর দুর্গ

**কিশোরগঞ্জ ভ্রমনের খরচের সম্ভাব্য তালিকা :
সকালের নাস্তা - ৪০ টাকা
দুপুরের খাবার - ১৬০-১৮০ টাকা
অনন্য খরচ - ৫০ টাকা

সকাল ৭.০৫ হতে বিমানবন্দর রেলস্টেশন থেকে ভৈরব রেল স্টেশন ১০০ টাকা
ভৈরব।
রেলস্টেশন থেকে জনপ্রতি 5 টাকা দিয়ে ভৈরব বাস স্টেশন।
ভৈরব বাস স্টেশন থেকে জন প্রতি ১৩০ টাকা দিয়ে চলে যাই নিকলী হাওর।
নিকলি হাওর থেকে জন প্রতি ১০ টাকা দিয়ে চলে যায় নিকলী বেড়িবাঁধ।
নিকলী বেড়িবাঁধ থেকে সারাদিনের জন্য
১৮০০÷৪=৪৫০ টাকায় নৌকা ভাড়া করি সারাদিনের জন্য।
অষ্টগ্রাম মিঠামইন যাওয়ার পর অটো ঠিক করে ২৫০÷৪=৬২.৫ টাকা দিয়ে।
ফেরার পথে।
নিকলী বেড়িবাঁধ ১০ টাকা করে নিকলী হাওর।
নিকলী হাওর থেকে ১৩০ টাকা ভৈরব।
ভৈরব থেকে ১০০ টাকায় টাকা।
প্রতিজন খরচ - ১১৯৭ টাকা
(সব জায়গায় অবশ্যই দামাদামি করে ভাড়া ঠিক করবেন)

আমার ভিডিও এবং তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে দয়া একটি লাইক এবং শেয়ার করবেন। আর কিছূ জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। আল্লাহ হাফেজ।

(১) নিকলী হাওর:
দ্বিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলী হাওরে (Nikli Haor)। নিকলী হাওর কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। পানিতে দ্বীপের মত ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মত ছোট জলাবন ও খাওয়ার জন্যে হাওরের তরতাজা নানা মাছ। এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলীর অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মত একটি ভ্রমণ হিসেবে গেঁথে থাকবে। আর ঢাকা থেকে একদিনেই ঘুরে আসা সম্ভব নিকলী হাওর থেকে।

(২) কিশোরগঞ্জ ছাতির চর গ্রাম:
বাংলাদেশের ৮৭,৩১৯ টি গ্রামের মধ্যে ছাতিরচর একটি গ্রাম। গ্রামটি নিকলী উপজেলার পূর্ব-দক্ষিণ দিকে অবস্থিত। গ্রামীণ ইতিহাস থেকে যতটুকু জানা যায়, প্রায় ২০০ বৎসরেরও অধিক পূর্বে অত্র গ্রামটি প্রতিষ্ঠা লাভ করেন। দেশের বিভিন্ন উপজেলা-জেলা থেকে এসে সাধারণ মানুষেরা এখানে বসতি গড়ে তুলেন।

(৩) অষ্টগ্রাম মিঠামইন ইটনা রাস্তা
কিশোরগঞ্জের হাওরবাসীর মধ্যে এককালে একটি বহুল প্রচলিত প্রবাদ শোনা যেত, 'বর্ষায় নাও, শুকনায় পাও'। অর্থাৎ হাওরে চলাচল ও যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা বা পায়ে হাঁটা।কিশোরগঞ্জের হাওর সমৃদ্ধ তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষদের সারা বছর সড়ক পথে চলাচল করার জন্য ৪৭ কিলোমিটার উঁচু পাকা সড়ক ও ৩৫ কিলোমিটার সাব-মার্সিবল সড়ক নির্মাণ করা হয়েছে।এটিই “ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক” নামে পরিচিত।এই সড়ক পথে ২২টি পাকা সেতু, ১০৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন নদীতে ৫টি ফেরি চালু করা হয়েছে।এখন সড়ক পথে ভ্রমণ করে শীত বা গ্রীষ্ম যেকোন সময়ই হাওরের অপরূপ সৌন্দর্য দেখা যাবে।


Travel vlog,Travel vlog bd,vlog bd,blog,অল্প টাকায় ভ্রমন করতে চাই,ভ্রমন গাইড,ভ্রমনের খরচ,কম খরচে কিশোরগঞ্জ কিভাবে ভ্রমন করবেন
#vlog
#কিশোরগঞ্জ
#view
#বাংলাদেশ
#কিশোরগঞ্জ


Music Credit to -
1-    • Akashe Batashe | আকাশে বাতাসে | Violi...  
2-    • Bioscope || Bappa Mazumder || Violin ...  
3-    • Sawaar Loon || Monali Thakur || Violi...  
4-    • No copyright Jungle Relaxing Music-Fo...  

show more

Share/Embed