কিভাবে হল রামপূজার সূচনা ?? রাম মন্দিরে রাম দেখতে সয়ং রাম এসেছে , আর রামের প্রসাদ রামই খেল ।
Craze With Riyanka Amit Craze With Riyanka Amit
477 subscribers
103 views
3

 Published On Apr 12, 2023

কিভাবে হল রামপূজার সূচনা ?? রাম মন্দিরে রাম দেখতে সয়ং রাম এসেছে , আর রামের প্রসাদ রামই খেল ।
#vlog #bengalivlog #ram

রামমন্দির আসতে হলে হাওড়া স্টেশন থেকে ৫২ রুটের বাস ধরলেই পৌঁছে যাবে রামরাজাতলা আর ট্রেন পথে আসতে হলে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া/খড়গপুর লোকাল ধরে রামরাজাতলা স্টেশন নেমে বামদিকের হাঁটা পথে ১০ মিনিট।

এই রাম মন্দিরটি হাওড়া জেলার সাঁতরাগাছি এলাকাসংলগ্ন রামরাজাতলায় অবস্থিত। রামতলার রাম মন্দিরটিতে আনুমানিক ৪০০ - ৪৫০ বছর আগে খুব ধুমধাম করে সরস্বতী পূজা হতো। তখন সাঁতরাগাছি এলাকার জমিদার ছিলেন অর্যোধারাম চৌধুরী। তিনি একদিন স্বপ্নাদেশ পেলেন রামপুরার মূর্তি প্রতিষ্ঠা করার। জমিদার মশাই কূল পুরোহিত হলধর ন্যায়রত্নের পরামর্শে রামসীতামূর্তি প্রতিষ্ঠা করেন। কিন্তু স্থানীয় মানুষজন বাধা দিয়েছিলেন। কারণ রাম পূজা করলে তো বহু প্রাচীন সরস্বতী পূজা যদি বন্ধ হয়ে যায় তাইজন্য। তারপর স্থানীয় মানুষজন দের সাথে আলোচনা করে তিনি স্থির করেন রাম পূজা তো হবেই । তবে রামপূজার সময় রাম মূর্তির ঠিক উপরে মাঝ বরাবর বিরাজ করবেন মা সরস্বতী। সেইদিন থেকে আজও রীতি মেনে রামপূজা হয়।এই রাম মূর্তির উচ্চতা "২৮ফুট"।শিব,ব্রম্ভা , হনুমান সহ ২৬টি দেব দেবীর একসাথে এখানে পূজিত হন।রামনবমী থেকে ৪ মাস পূজো হওয়ার পর বির্সজন হয়।

ভিডিও টি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে 😃 ভিডিও টি ভালো লাগলে চ্যানেল টি সাবক্রাইব করে দেবেন।

#crazewithriyankaamit #vlog #bengalivlog #daliyvlog #lifestylevlog

show more

Share/Embed