দুঃখ থেকে মুক্তি পাওয়ার আওয়াজ। পর্ব -০১
TFB Foundation TFB Foundation
115 subscribers
151 views
6

 Published On Apr 13, 2020

বৌদ্ধ ধর্মে শীল পালন করা একদিকে সহজ আর অন্যদিকে কঠিন ব্যাপার। কাদের জন্য সহজ আর কাদের জন্য কঠিন তা বনভন্তে প্রায় আমাদেরকে উপদেশ দিতেন। তিনি বলতেন যারা লৌকিক চিত্ত নিয়ে শীল গ্রহণ করে তারা শীল পালন করতে পারে না। আর যারা লোকোত্তর চিত্ত নিয়ে শীল পালন করে তাদের শীল কখনো ভঙ্গ হয় না। তিনি বলতেন আমি যখন প্রব্রজ্যা গ্রহণ করেছি, তখন কিছু মারামা ভিক্ষু আমাকে বলতেন "শীল পালন করতে পারবে না"। যারা লৌকিক চিত্ত নিয়ে থাকে তারাই শীল পালন করতে পারে না। আর যারা লোকোত্তর চিত্ত নিয়ে থাকে তারা অবশ্যই শীল পালন করতে পারে।

show more

Share/Embed