মোটর সাইকেল চালানোর নিয়ম: বাইক চালানোর নিয়মাবলী
Product Review BD Product Review BD
41.7K subscribers
1,067,826 views
18K

 Published On Nov 29, 2016

মোটর সাইকেল চালানোর নিয়ম: বাইক চালানোর নিয়মাবলী

http://productreviewbd.com/%E0%A6%A8%...
আপনি যদি মোটবাইক চালানোর নিয়ম কানুন খুব ভালভাবে না জানেন তবে এটা যেকোনো মুহূর্তে আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

মোটরবাইক কেনার আগে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালভাবে জানতে হবে। আপনি যদি নুতন চালক হন তবে খুব নিরাপদে আগে বাইক চালানো ভালোভাবে শিখুন।

সবার আগে আপনাকে যেটা করতে হবে তা হল মোটর সাইকেল চালানোর জন্য যথাযথ নিরাপত্তা সামগ্রী পড়ে নিতে হবে।

নীচের এই জরুরী টিপসগুলি আমরা সবসময় মনে রাখি
১। মোটর সাইকেলের খুঁটিনাটি জানুন আপনি টেকনিক্যাল মানুষ নাও হতে পারেন কিন্তু মোটর সাইকেলের কিছু মেকানিক্স আপনি সহজেই শিখে নিতে পারেন।

২। আপনার পাশের চালকের বিষয়ে সতর্ক থাকুন রাস্তার সব চালক একরকম নয়। অনেক চালক আক্রমণাত্মক ভাবে গাড়ি চালায়।

মোটরসাইকেল কিনে না দেয়ায় ছেলের আগুনে দগ্ধ বাবার মৃত্যু

৩। মোটর সাইকেল চালানোর সকল কলাকৌশল আয়ত্ত করুন ভাল ও সুচারুরূপে মোটর সাইকেল চালাতে হলে আপনাকে প্রচুর অনুশীলন করতে হবে। এজন্য খোলা জায়গায় বা খালি মাঠে প্রচুর পরিমানে অনুশীলন করবেন। আপনার অনুশীলনের মাত্রা যত বেশী হবে রাস্তার বিভিন্ন পরিস্থিতির জন্য আপনি তত বেশী নিজেকে তৈরি করতে পারবেন ।

মোটর সাইকেল চালানোর সময় নিরাপদ থাকেতে আপনাকে মুহূর্তের মধ্যে অনেক সিদান্ত নিতে হবে তাই কোন পরিস্থিতিতে কি সিদান্ত নিবেন তা অনুশীলনের মাধ্যমেই ঠিক করুন ।

শেষ কথা হল – মোটর সাইকেল মানেই গতি। আপনি অল্প সময় অনেক ট্রাফিক থাকলেও দ্রুততার সাথে আপনার কাম্য গন্তব্যে সহজেই পৌঁছাতে পারবেন ।
তাই আপনার মোটরসাইকেল যাতায়াত যাতে নিরাপদ হয় তাই এই সহজ কিন্তু জরুরী বিষয়গুলি মাথায় রাখুন আর অনুশীলন করুন।

মহাসড়কে মোটরসাইকেল চালানোর ১৭ টিপস্
http://bike.com.bd/motorcycle-riding-...
মোটরসাইকেল চালানোর সময় কী কী খেয়াল রাখা উচিত?

show more

Share/Embed