নিউরোসায়েন্স হাসপাতালে যেসব রোগীদের সেবা দেওয়া হয় | MedivoiceBD
MediVoice Health MediVoice Health
49.6K subscribers
145,717 views
1.8K

 Published On Dec 1, 2019

বাংলাদেশে নিউরো রোগীর সংখ্যা অনেক বেশি। আর পৃথিবীতে স্ট্রোক হচ্ছে মৃত্যুর অন্যতম কারণ। যতটা ঝুঁকিতে আগে মানুষ হৃদরোগে থাকতো। কার্ডিওলজিতে ভর্তি হতো। এখন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়। এখানে স্ট্রোকের পাশাপাশি আসে ব্রেইন টিউমারের, আসে ডিমেনসিয়াও পারকিনসন রোগী। এছাড়া আসে জিবিএস রোগীরা। যে রোগে মানুষের নার্ভগুলো অকেজো হয়ে যায়। সময়মতো তাদের আইসিইউতে না দেয়া যায় তাহলে এ রোগীরা মৃত্যুবরণ করে।
এখানে প্রতিদিন বর্হিবিভাগে রোগী আসেন কমপক্ষে দেড় হাজার নিউরোলজি বা নিউরো সার্জারি মিলিয়ে। আর জরুরি বিভাগে প্রতিদিনি কমপক্ষে ১ শ থেকে ১২৫ জন রোগী আসেন। সবমিলিয়ে আমোদেরকে প্রতিদিন ১৬ শ থেকে ১৭ শ রোগী দেখতে হয়। এর বেশিরভাগই আমরা বহির্বিভাগে দিয়ে থাকি। যাদের বাহিরে চিকিৎসা দেয়া সম্ভব নয় কেবল তাদেরকে আমরা ভর্তি করে থাকি।

-অধ্যাপক ডা. বদরুল আলম,
যুগ্ম পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হসপিটাল।

show more

Share/Embed