পর্ব ২৯২: ধান ক্ষেতে গ্রাস কার্প, ধান ক্ষেতে পানির গভীরতা, ধান ক্ষেতে চুন প্রয়োগ, রেনু না ধানী!!
ABEED LATEEF ABEED LATEEF
103K subscribers
10,036 views
287

 Published On Nov 3, 2022

ধানক্ষেতে মাছ আবাদ করতে চাইলে গ্রাস কোন মোটেই ছাড়া যাবে না; তবে ধানীর আবাদ করতে গেলে গ্রাস কার্প থাকতে পারে।
ধানক্ষেতে মাছ চাষ করতে গেলে পানির গভীরতা সব সময় মাছের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে হবে সেই সঙ্গে ধানের আবাদ যেন ব্যাহত না হয় সেদিকে ও বিশেষ ভাবে নজর রাখতে হবে।

যদি আমরা ধান ক্ষেতে মাছ ছাড়তে চাই তাহলে ছোট মাছ ছাড়তে গেলে অবশ্যই ধানী ছাড়তে হবে।
কোনমতেই রেন্ডি ছাড়া যাবে না কারণ রেনু ছাড়লে গরমে রেনু সিদ্ধ হয়ে নষ্ট হয়ে যেতে পারে।

পুকুরে এরেটর চালালে অন্তত চার থেকে পাঁচ ইঞ্চি গভীরতায় অ্যারেটরের নজেল গুলি সেট করতে হবে তাতে বায়ু সঞ্চালনের কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হতে পারে।

সবাইকে ধন্যবাদ।

#ধান_ক্ষেতে_মাছ_চাষ,

show more

Share/Embed