Cover: Bela Bose Last Reply || DUEEE Freshers' Reception & Farewell 2019
DUEEE 52 DUEEE 52
984 subscribers
3,104 views
82

 Published On Feb 11, 2019

Performers: Tomoshree Dash, Syed Jamiul Alam Chowdhury, Koushik Kumar, Malisha Islam Tapotee

This female part is originally from the band "Joltorongo" :    • Bela Bose last  reply(বেলা বোস শেষ উত...  

Lyric:

-আচ্ছা ,
সব গল্পের যেমন শুরু আছে
তেমনি শেষ থাকে তো ?
সব প্রশ্নের উত্তর
ঠিকঠাক পাওয়া যায় তো ?

-চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না।
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিং এই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছ না।
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে?
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
জরুরী খুব জরুরী দরকার।

-আমি না তোমায় উত্তর দিতে পারি ,
কিন্তু দেবো নাহ
কারণ , ঐ কষ্ট তুমি নিতে পারবে না।

চাকরি তোমার হবেই আমি তা জানি
আটকানোর পালাও এখন শেষ
তোমার ফার্স্ট ক্লাস আর চাকরীর খোঁজে বেলার সমাধি হল
আজ টাকার পাহাড়ে ভাল আছে বেলা বেশ।
চাকরি তোমার হবার কথাই ছিল
বেতনও জানি পাবে চমৎকার
স্বামীও আমার দুইলাখ পায় বছর ঘুরলে বাড়ে
তবু হয়না দেখা লাল নীল সংসার।
এটাই ২৪৪১১৩৯ বেলা বোস আর কখনই শুনবে না
১০/১২ বার রঙ নাম্বার পেরিয়ে আমাকে পেলেও আবার
কখনো তোমার ঘরে বেলা আসবেনা।
হ্যাঁ এটাই ২৪৪১১৩৯
বেলার হাত আজ অন্য কারও হাতে
ভুলেও বেলা কে খুঁজো না কখনও গভীর দীর্ঘ শ্বাসে
মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে।

-এবার আমি রঙীন দিনের নিমন্ত্রণ পাবো ,
যদি তুমি একটুখানি আমার হাতটি ধরো ল

স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা ।
আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কসবার এই নীল দেয়ালের ঘর
সাদাকাল এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার।
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে?
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
জরুরী খুব জরুরী দরকার।

-যে সুর ধরেছিলে তার তাল তো কবেই কেটে গেছে ,
মায়া বাড়িয়ে তবে আর লাভ কী কিছু আছে।

স্বপ্নগুলো আর হবে না সত্যি
কাঁদার আমার কোনোই কারন নেই
থাকার ঘর আজ বিশাল বড়
আসবাব আর নেই পুরোনো
আমি আজ আর চিনি না আমাকেই।
মুক্তি আমায় হলোনা তোমার দেয়া
মুক্ত করলো আমায় অন্য কেউ
মুক্তির ফাঁদে তোমার বেলা বড়ই সুখে আছে
কত সুখ বেলা জানে নিজেও।
হ্যাঁ এটাই ২৪৪১১৩৯
বেলা বোস আর কখনই শুনবেনা
১০/১২ বার রং নাম্বার পেরিয়ে আমাকে পেলেও আবার
কখনো তোমার ঘরে বেলা আসবে না।
হ্যাঁ এটাই ২৪৪১১৩৯
বেলার হাত আজ অন্য কারো হাতে
ভুলেও বেলাকে খুঁজো না কখনো গভীর দীর্ঘশ্বাসে
মুখে তুলে দেওয়া সেদ্ধ গরম ভাতে।

-কথা যে আমার হয়নি শেষ
আরো কিছু বাকি ,
যদি তুমি অনুমতি দাও
আমি নাহয় আরেকটু খানি বলি ল

চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ?
চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি
কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?
এটা কি ২৪৪১১৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে?
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে
হ্যাঁ এটাই ২৪৪১১৩৯
বেলা বোস আর কখনই শুনবেনা
১০-১২ বার রঙ নাম্বার পেরিয়ে আমাকে পেলেও আবার
কখনো তোমার ঘরে বেলা আসবেনা
-হ্যালো ২৪৪ ১১৩৯,
-এটাই ২৪৪১১৩৯
দুরছাই ২৪৪১১৩৯,
হ্যাঁ এটাই ২৪৪১১৩৯
-হ্যালো ২৪৪ ১১৩৯
-হ্যাঁ হ্যাঁ ২৪৪১১৩৯

-হ্যালো হ্যালো , শুনছো
হ্যা , শুনছি তো , কিছু বলবে ?
-নাহ !!!
-তবে আজ এখানেই রাখি।

show more

Share/Embed