একজন মুদি দোকান মালিকের কি কি গুন থাকা উচিত
Bangla Preneur Bangla Preneur
124K subscribers
50,594 views
1.2K

 Published On May 24, 2020

মুদির দোকান একটি লাভজনক ব্যবসা ক্ষেএ। একব্যক্তি মালিকানা ব্যবসার মধ্যে একটি লাভজনক ব্যবসার নাম মুদির দোকান ব্যবসা। কিন্তু এই ব্যবসা তখনই লাভ হয় যখন সঠিকভাবে ব্যবসাটি পরিচালনা করা হয়। আর এর জন্য ব্যবসার মালিকের মধ্যে কিছু গুনাগুন থাকা চাই। আসুন জেনে নেই মুদির দোকান দিতে চাইলে মালিকের কি কি গুন থাকা উচিত।

মুদির দোকানিকে মুদি দোকানের হিসাব রাখার নিয়ম জানতে হবে।
১। শারীরিক শক্তি।
২। আত্মবিশ্বাস।
৩। যোগাযোগ দক্ষতা।
৪। হিসাবে দক্ষ।
৫। বন্ধুত্বপূর্ণ আচরন এবং ইতিবাচক।
৬। সৎ এবং নির্ভরযোগ্য।
৭। মাল্টিটাস্কিং।
৮। গ্রাহকের চাহিদা বুজতে পারা।
৯। পণ্যের সরবরাহ ঠিক রাখা।
১০। কর্মচারীদেরকে একটিভ রাখা।

Tips for grocery store business, small scale super shop business, retail business ideas in Bangla, best and profitable business in Bangladesh

Thanks for watching!
Bangla Preneur
#banglapreneur
https://banglapreneur.com/

show more

Share/Embed