মুঘল প্রতিরক্ষার এক অনন্য নিদর্শন হাজীগঞ্জ দুর্গ || HAJIGANJ FORT || NARAYANGANJ || MUNNI'S VLOG
Munni's Vlog Munni's Vlog
2.26K subscribers
975 views
21

 Published On Apr 18, 2024

মুঘল প্রতিরক্ষার এক অনন্য নিদর্শন হাজীগঞ্জ দুর্গ। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। সপ্তদশ শতকের পূর্বে ঢাকা কে রক্ষার জন্য যে ত্রিভুজ জলদুর্গ গড়ে উঠেছিল তার মধ্যে হাজীগঞ্জ দুর্গ অন্যতম। মুঘল আমলের প্রাথমিক পর্যায়ে স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধারণা করা হয় ১৬৫০ সালে এটি নির্মাণ করা হয় কিন্তু এ সম্পর্কিত কোন শিলালিপি কোথাও পাওয়া যায় নাই। মুন্সি রহমান আলীর এক গ্রন্থ থেকে পাওয়া যায় যে মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ খ্রিস্টাব্দের মধ্যে দুর্গটি নির্মাণ করেন। আবার আহম্মাদ হাসান দানি তার মুসলিম আর্কিটেকচার ইন বেঙ্গল গ্রন্থে লিখেছেন ইসলাম খান ১৬১০ খ্রিস্টাব্দে ঢাকায় রাজধানী স্থাপন করার পর একটি নির্মাণ করেন। আকৃতির দিক দিয়ে এটি হচ্ছে ষড়ভুজ আকৃতির। যার ছয়টি অসম বাহু আছে। ছয়টি বাহুর সংযোগস্থলে বৃত্তাকার ছয়টি বিভিন্ন আকৃতির বুরুজ রয়েছে। যেগুলোকে কামান বসানোর প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়াও দুর্গের দেয়ালে এবং বুরজে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে যেগুলো দিয়ে সৈন্যরা বন্দুক দিয়ে গুলি বর্ষণ করত শত্রুর উপরে। মূলত পর্তুগিজ, মগ জলদস্যুদের হাত থেকে ঢাকাতে রক্ষা করার জন্য দুর্গটি ব্যবহার করা হতো। তাই মুঘল আমলে হাজীগঞ্জ দুর্গকে ঢাকার রক্ষাকবচ বলা হয়।
#hajiganjfort #narayanganj #fort

show more

Share/Embed