প্রাকৃতিক খাদ্য কণা ছাকনির রুপ এবং খাদ্য সংগ্রহ কৌশল। Natural feed in take।
ABEED LATEEF ABEED LATEEF
103K subscribers
2,527 views
166

 Published On Dec 14, 2023

অনেকে বলে থাকেন হাতে বানানো খাদ্য কিংবা প্রাকৃতিক খাদ্য কণা মাছ সংগ্রহ করার সময় অনেক খাদ্য হারিয়ে যায় কিংবা পানিতে ভেসে যায় অথবা কাঁদার নিচে লুকিয়ে থাকতে পারে তাতে খাদ্যের একটা অংশ নষ্ট হয়ে যায় অথবা পরবর্তীতে পরিবেশ দূষিত করে।
কিন্তু আল্লাহতালা মাছকে খাদ্য সংগ্রহ করার জন্য যে মেকানিজম তৈরি করে দিয়েছেন তাতে বড় খাদ্য কনা তো দূরে থাক অনেক ব্যাকটেরিয়া পর্যন্ত আটকে পড়ে যায় এবং
সেগুলি মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে হাতে বানানো খাবার বা প্রাকৃতিক খাবার সেগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই; মাছ যেগুলোকে তার খাদ্য হিসেবে গ্রহণ করে এবং নিয়তই বড় হয়ে ওঠে।
ধন্যবাদ।
#Natural_fish_feed,#মাছের_খাদ্য_ছাকনি,

show more

Share/Embed