ড্রাগন চাষে দরুন সম্ভাবনা।এক সাথে তিন প্রকারের ড্রাগন চাষ | Dragon Fruit cultivation |কৃষি বৈচিত্র্য
কৃষি বৈচিত্র্য কৃষি বৈচিত্র্য
7.76K subscribers
3,605 views
73

 Published On Sep 30, 2021

ড্রাগন চাষে দরুন সম্ভাবনা। এক সাথে তিন প্রকারের ড্রাগন চাষ|| কৃষি বৈচিত্র্য

বাগান মালিকঃ
ঊজ্জল হোসেন
+8801703244486

ধন্যবাদান্তেঃ তালহা জুবায়ের স্যার
কৃষি অফিসার,চুয়াডাঙ্গা সদর উপজেলা,চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের শিক্ষিত তরুন রবিঊল ইসলাম ও তার বড় উজ্জল হোসেন মিলে একটি ড্রাগন বাগানের পরিকল্পনা করেন।

ঠিক পরিকল্পনা মোতাবেক ড্রাগন বাগানটি প্রতিষ্ঠা করেন।
শুধু একটি জাত নয়, তিনটি জাত নিয়ে তারা ড্রাগনের চাষ শুরু করেন।

শুধুই সখ থেকে নয় বাণিজ্যিকভাবে তারা এই ড্রাগনের চাষাবাদ শুরু করেন।
এবং প্রথম বছরেই তাদের অনেক টাকা বিক্রি হয়।
#ড্রাগন_ফল #ড্রাগন #ড্রাগনফল

show more

Share/Embed