২৫শে মার্চ: একদিকে গণহত্যা ও অন্যদিকে শেখ মুজিবকে আটক করা হয় যেভাবে
BBC News বাংলা BBC News বাংলা
5.28M subscribers
1,459,326 views
14K

 Published On Premiered Mar 25, 2021

১৯৭১ সালের ২৫ মার্চ সারাদিনই শেখ মুজিবুর রহমানে বাসভবনে ছিল রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনা। সতর্ক থাকার পরামর্শ দিয়ে সবাইকে একে একে বিদায় দেন তিনি। ২৫শে মার্চ আলাপ করার সময় তাদের মনে আশংকা তৈরি হয়েছিল, সেদিন রাতেই কিছু একটা ঘটতে পারে। সেজন্য রাজনৈতিক সহকর্মীদেরও নির্দেশনা দেন শেখ মুজিবুর রহমান।
২৫শে মার্চ বেলা এগারোটার দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের জিওসি মেজর জেনারেল খাদিম হোসেন রাজার অফিস টেলিফোন বেজে উঠে। টেলিফোনের অপর প্রান্তে ছিলেন পূর্ব পাকিস্তানের গভর্নর এবং প্রধান সামরিক আইন প্রশাসক লেফট্যানেন্ট জেনারেল টিক্কা খান। টিক্কা খান টেলিফোনে খাদিম হোসেন রাজাকে বলেন, “খাদিম এটা আজ হবে।” ‘অপারেশন সার্চলাইট’ নামে বাঙালীদের ওপর গণহত্যা চালানোর পরিকল্পনাও করা হয়। একদিকে গণহত্যা চালানো, অন্যদিকে শেখ মুজিবকে আটকের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তানী বাহিনী।

আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:

https://www.bbc.co.uk/bengali

  / bbcbengaliservice  

  / bbcbangla  

show more

Share/Embed