উজানতলীর গাঁও | চমক হাসান | Ujantolir Gao | Chamok Hasan
Chamok Hasan Chamok Hasan
386K subscribers
275,308 views
8.5K

 Published On Premiered Nov 11, 2020

'উজানতলীর গাঁও। কথা, সুর, কণ্ঠ: চমক হাসান'
ছয় বছর আগে এই গানটার প্রথম কিছু অংশ লিখেছিলাম আমার গ্রামের কথা ভেবে। ওখানেই আটকে ছিল গানটা। পরে ২০১৮ এর শেষে আমার সহমানুষ বহ্নি আর মেয়ে বর্ণমালা যখন বাংলাদেশে বেড়াতে যায়, আমাকে অফিসের কাজে কিছুদিন এখানে একা থাকতে হয়েছিল। সেই সময় লিখেছিলাম,

'দীপ নিভায়া আন্ধার জ্বালাই একলা পরবাস
একটা মুখ দেখিবার লাগি জনমের তিয়াস'

গানটা তখন শেষ হয়েছিল।
গানটার নাম 'উজানতলীর গাঁও' শব্দ দুটো নেওয়া হয়েছে পল্লীকবি জসীমউদদীনের কবিতা থেকে।
------------------------------------------------------

কালো মেঘে আসমান ছাইলো নামিল আন্ধার
আরও আন্ধার পুইষা রাখে পরানডা আমার
ওরে মেঘ কই যাওরে উইড়া, আমারে লইয়া যাও
কতকাল দেখি নাই আমার উজানতলীর গাঁও।।

দীপ নিভায়া আন্ধার জ্বালাই, একলা পরবাস
আর একটা মুখ দেখিবার লাগি জনমের তিয়াস
কালের গাঙে ভাইসা ভাইসা গো, বন্ধুরে
আসি যদি উজানতলীর বন্দরে
না ফিরাইয়ো এই মিনতি,
তোমার ঘাটে ভিড়াই যদি- এই অন্তরের নাও
ওরে মেঘ -- উজানতলীর গাঁও ।।

একটা বাড়ি, একটা উঠান, একটা দীঘির পাড়
আর একটা বাঁকা পন্থের লাগি কান্দে প্রাণ আমার
আমি সেই না পন্থ বাইয়া আইলাম কোন দূরে
একবার যদি পারতাম ফিরিতে বন্ধুরে
কইতাম আমি সাঁঝের পাখি
তোমার কোলে মাথা রাখি- এই জায়গাটুক দাও
ওরে মেঘ – উজানতলীর গাঁও ।।

রচনাকাল: ডিসেম্বর, ২০১৮

show more

Share/Embed