VAISHNO DEVI যাওয়ার অভিজ্ঞতা|| কিভাবে যাবেন? হেলিকপ্টার DETAILS|| ভূস্বর্গ ভ্রমণ 2024|| EPISODE 2 ||
The Lone Rahgeer The Lone Rahgeer
408 subscribers
191 views
28

 Published On Sep 28, 2024

VAISHNO DEVI যাওয়ার অভিজ্ঞতা|| কিভাবে যাবেন? হেলিকপ্টার DETAILS|| ভূস্বর্গ ভ্রমণ 2024|| EPISODE 2 || #kashmir #jammukashmir #jammutawi #himgiriexpress #thelonerahgeer #heaven #travelvlog #trainvlog #trainexplorer #vaishnodevi #katramarket #katrajammu


গত ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে তিনটে নাগাদ আমরা জম্মুতে নামি সেটা তো আপনারা জানেনই। আজ আপনাদের বলবো সেই থেকে শুরু হওয়া অভিজ্ঞতাগুলোর এক গল্পকথা। কাশ্মীর ভ্রমণ স্বর্গভ্রমণ হলেও যে কোনো সময় আপনার স্বর্গের টিকিট confirm হয়ে যেতে পারে। কেনো বললাম এই কথা? পরে বুঝবেন।
তো স্টেশন থেকে নেমে একটা taxi book করে আমরা চলে যাই কাটরা-র উদ্দেশে। JAMMU TAWI থেকে KATRA er দূরত্ব ওই 47 KM মতোন। সেখানে পৌঁছাই ওই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। দারুণ সুন্দর moderate weather। তাপমাত্রাও মনোরম। তো যাই হোক হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা সাড়ে সাতটা নাগাদ বের হলাম KATRA MARKET place ঘুরতে আর পেটে কিছু দানা দিতে। সবার আগে দানা দেওয়ার কাজটাই করলাম। খেলাম আলুর পরোটা। আহা সে স্বাদ। দারুণ খেতে লাগলো। অবশ্য খিদে পেলে ইঁদুর মারার বিষও অমৃত এর মতো খেতে লাগে। এরপর খেয়ে আমরা ঘুরে দেখলাম সেখানের marketplace। দারুণ সুন্দর করে সাজানো। then সেখানে কিছুক্ষণ ঘুরে, রাতের dinner সেরে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় গিয়ে দেখলাম VAISHNO DEVI যাওয়ার রাস্তায় পাহাড়ের গায়ে টিম টিম করে আলো জ্বলছে। দারুণ সুন্দর সেই দৃশ্যকে অলঙ্কিত করেছে আকাশের গোল চাঁদ। আহা সে কি দৃশ্য। এরপর হোটেলে ফিরে ক্লান্তির এক ঘুম।
পরের দিন ভোরবেলা উঠে শুনলাম helicopter করে উপরে ওঠা হবে অর্থাৎ মাতাজির দরবারে। মনটা বিশাল খুশি হয়ে গেলো। জীবনে প্রথম helicopter এ উঠবো। ভোরবেলা সাড়ে পাঁচটাতে তাই গিয়ে লাইন দিলাম NIHARIKA PALACE এ। কিভাবে helicopter book করবেন? কি কি process? সব details সুন্দর করে বলা আছে আমার youtube channel এ। তাই সেটা দেখতে ভুলবেন না। এরপর সাড়ে আট-টায় আমরা পৌঁছলাম helicopter এর জায়গায়। গিয়ে শুনলাম camera allow করছে না। হতাশ হয়ে YATRI PARCHI নিয়ে হোটেলে রেখে এলাম ক্যামেরার ব্যাগ। যাবতীয় সেদিনের বাকি সব ভিডিও করলাম ফোনে। ওহ বাবা ওখানে আবার অনেক নিয়ম, ফোনে ভিডিও করা যাবেনা helicopter এর boarding area তে ঢোকার পর। কি করবো অগত্যা মানতেই হল সেই বারণ অনিচ্ছা থাকা সত্ত্বেও। অনেক নিয়ম কানুন checking এর পর অবশেষে আমি helicopter এ উঠলাম। আহা উপর থেকে সে কি দৃশ্য। মিনিট পাঁচেক এর মধ্যে পৌঁছে গেলাম উপরে। সেখানে নেমে সমস্ত জিনিসপত্র নিয়ে রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দির সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার। তবে একটা জিনিস লক্ষ করলাম রাস্তা সুন্দর করে বাঁধানো। দারুণ রাস্তা। হেঁটে হেঁটে পৌঁছলাম মন্দিরের কাছাকাছি। সেখানে আবার আরেক নিয়ম। locker এ সমস্ত চামড়ার জিনিষ ফোন রেখে তবে যেতে হবে মন্দিরে। আমরাও তাই করলাম। সব কিছু রেখে হাঁটা দিলাম। দেখলাম মন্দিরে গুহাতে ঢোকার জন্য সুন্দর skywalk করা। কেদারনাথ এর মতো না। এখানে সব কিছু বেশ advance। রাস্তা বাঁধানো, সমস্ত ব্যবস্থা আছে সব অসুবিধার আর সব কিছু বেশ নিয়মমাফিক। আর হ্যাঁ এখানে মায়ের অবস্থান গুহার ভিতরে। কোনো মন্দিরে না। কেনো গুহায় ? সে গল্প পরে কখনো। মায়ের দর্শন করলাম। weather টা সেদিন খারাপ হয়ে গেছিল বটে। তবে দর্শনের পর নিজের ভেতরে এক আধ্যাত্মিক শান্তি পাচ্ছিলাম। এরপর চারটে পনেরো নাগাদ আমরা উপর থেকে হেঁটে নামা শুরু করি। এখানেই ঘটিয়ে ফেলি এক কান্ড। এখানে পাহাড়ের গা বাঁধানো তবে এক জায়গায় এসে রাস্তা দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ বাঁধানো রাস্তা আর অন্যটি সিঁড়ি। আমরা সময় বাঁচানোর জন্য ধরি দ্বিতীয় পথটা। ব্যস গণ্ডগোলটা এখানেই। নামছি তো নামছি। সিঁড়ি আর শেষ হয়না। পরে শুনলাম ২৫০০ টা সিঁড়ি আছে। আশা করি বুঝতেই পারছেন পায়ের অবস্থাটা। তারপর আর কি। হোটেলে ফিরলাম আটটা নাগাদ। এরপর কি মনে হয় কি করেছিলাম? হ্যাঁ ঠিক ধরেছেন পুরো নিদ্রায় ডুবে গেছিলাম।
কি ভাবছেন গণ্ডগোল এই সিঁড়ি অবধি? না না মশাই। এ তো সবে শুরু। "আগে আগে দেখো হোতা হায় ক্যা"।


ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো। ভিডিওটা ভালো লাগলে like comment share করবেন , channel এ নতুন হলে subscribe করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততদিন stay happy stay blessed. আর মনে রাখবেন নিজের স্বপ্নের ক্ষেত্রে স্বার্থপর হওয়া ভালো।



আর আমাকে FACEBOOK INSTAGRAM এ FOLLOW করতে ভুলে যেও না। নীচে FACEBOOK PAGE আর INSTAGRAM এর LINK দেওয়া রইলো।



FOLLOW ME ON INSTAGRAM - https://www.instagram.com/invites/con...

MY FACEBOOK PROFILE - https://www.facebook.com/profile.php?...

MY FACEBOOK PAGE -   / thelonerahgeer  

show more

Share/Embed