পারলেন না রোনালদো, ইউরো থেকে পর্তুগালের বিদায়! Bijoy TV
BIJOY TV BIJOY TV
1.29M subscribers
2,452 views
0

 Published On Jul 6, 2024

#ronaldo #portugal
ইউরোতে ফ্রান্স বনাম পর্তুগালের খেলায় দুই দলকে ছাপিয়ে লড়াইটা যেন হয়ে উঠেছিল রোনালদো বনাম এমবাপ্পের। আগে থেকেই ফুটবলের দুই মহাতারকার একজনকে বিদায় দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল মাঠটি। হয়তো রোনালদো, নয়তো এমবাপ্পে, একজনকে বিদায় নিতেই হতো। শেষ পর্যন্ত ইউরোর মঞ্চ থেকে বিদায় নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে পর্তুগিজদের পরাজিত করেছে ফরাসিরা।
শুক্রবার জার্মানির হামবুর্গে ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন ফ্রান্স ও পর্তুগাল। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শ্যুটআউটে জিতেছে ফরাসিরা। প্রতিপক্ষ রবার্তো মার্তিনেজের শিষ্যদের হারিয়েছে ৫-৩ ব্যবধানে।
পর্তুগালের এমন বিদায়ে শেষ হলো রোনালদোর ইউরো অধ্যায়। ইউরো শুরুর আগেই সিআরসেভেন জানিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ। সে হিসেবে ফ্রান্সের বিপক্ষে হারটাই হয়ে থাকল পর্তুগিজ মহাতারকার শেষ ইউরো ম্যাচ।
তবে ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্থান পেয়েছে রোনালদোর নামের পাশে। ২০০৪ সাল থেকে ইউরোর এখন পর্যন্ত প্রতিটি আসরেই খেলেছেন সিআরসেভেন। এরমধ্যে ২০১৬ সালে পর্তুগালকে চ্যাম্পিয়নও করেছেন তিনি।
পর্তুগালের হয়ে ২১২ ম্যাচে ১৩০ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি, বেশি ম্যাচও কেউ খেলেনি। তবে এবারের ইউরোতে তিনি টাইব্রেকার ছাড়া গোল পাননি। ১০টি শট নিলেও একবারও বল জালে জড়ায়নি। এই প্রথম কোন মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টে থেকে গোলহীন থেকেই বিদায় নিলেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ এই ফরোয়ার্ড।
copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

show more

Share/Embed