একটি রেল স্টেশনের প্রতিদিনের গল্প
Youth BD Youth BD
48.9K subscribers
455 views
0

 Published On Aug 27, 2024

রেল স্টেশন, একটি ব্যস্ত জায়গা যেখানে প্রতিদিন অসংখ্য মানুষের জীবনের টুকরো গল্প তৈরি হয়। সকালবেলার রোদ যখন ধীরে ধীরে ফুটে ওঠে, তখন স্টেশনের প্ল্যাটফর্মে মানুষের কোলাহল শুরু হয়। কেউ অফিসে যাচ্ছেন, কেউবা গ্রামের বাড়ি থেকে ফিরে আসছেন শহরে, আবার কেউ প্রিয়জনকে বিদায় জানাতে এসে অপেক্ষা করছেন।

এক বৃদ্ধা প্রতিদিন এই স্টেশনে বসে থাকেন। তিনি তার ছেলের অপেক্ষায় আছেন, যে কাজের জন্য বাইরে গেছে বহুদিন আগে। প্রতিদিন তিনি আসেন, স্টেশনের এক কোনায় বসে ছেলের ফেরার অপেক্ষায় থাকেন। তার চোখে এক ধরনের আকুলতা, আর মনে অগাধ আশা।
#amazing #railway #viralvideo
অন্যদিকে, একজন তরুণী প্রতিদিন সকালবেলা এই স্টেশন দিয়ে কলেজে যায়। তার চোখে ভবিষ্যতের স্বপ্ন, আর মনে বড় কিছু করার ইচ্ছা। প্রতিদিন সে নিজের জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করে ট্রেনের জন্য। তার চোখে-মুখে দেখা যায় অনিশ্চয়তার মেঘ, কিন্তু সেই মেঘের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর সাহস।

প্ল্যাটফর্মের এক কোণে একটা ছোট্ট চায়ের দোকান। দোকানের মালিক, মৃণাল কাকু, তিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই দোকানে কাজ করেন। তার কাছে স্টেশনের প্রতিটা মানুষ পরিচিত, তার চোখে তারা সবাই একই পরিবারের সদস্য। কাকু যেন প্রতিদিনের জীবনের এক চিত্রশিল্পী, যিনি প্রতিটি গল্পের রং মিশিয়ে দেন তার এক কাপ চায়ে।

সন্ধ্যা হলে স্টেশনের কোলাহল ধীরে ধীরে কমে আসে। একের পর এক ট্রেন এসে থামে, মানুষজন প্ল্যাটফর্মে নেমে যায় কিংবা চড়ে বসে। কিন্তু কিছু গল্প থেকে যায়, অপেক্ষার, আশার, বেদনার। প্ল্যাটফর্মের আলো তখন ম্লান হতে শুরু করে, কিন্তু মানুষের জীবনের রঙিন গল্পগুলো থেকে যায় সেই স্টেশনে, যেখানে প্রতিদিন নতুন কিছু শুরু হয়, আবার কিছু শেষ হয়ে যায়।

এভাবেই প্রতিদিনের রেল স্টেশন হয়ে ওঠে অগণিত গল্পের সাক্ষী, যা আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে থাকে।

** WARNING **
This content's Copyright is reserved for Shohan Monster Production Facility. Any unauthorized reproduction, redistribution, or re-upload is ”**⚠️strictly⚠️**” prohibited from this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

show more

Share/Embed