কানাডায় ওয়ার্ক পারমিটের নামে প্রতারনা কেন বেশি হয় ॥
CanadaJoy CanadaJoy
19.3K subscribers
3,570 views
119

 Published On Dec 18, 2023

মনগড়া, ভুয়া তথ্য দিয়ে কানাডায় ওয়ার্ক পারমিটের নামে সাধারণ মানুষকে প্রতারিত করছে একটি চক্র। ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, চাকরি পাইয়ে দেওয়া বা ইমিগ্রেশন করিয়ে দেওয়ার কথা বলে এরা সাধারণ মানুষকে প্রলুব্ধ করে ।

কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান চাইলেই বিদেশ থেকে কর্মী নিয়ে আসতে পারে না। ‘কানাডায় পাওয়া যাচ্ছে না’ এটি প্রমাণ করতে পারার পরই সরকার বিদেশ থেকে লোক আনার অনুমতি দেয়। কাজেই যারা ওয়ার্ক পারমিট দেওয়ার কথা বলে বা ওয়ার্ক পারমিট পাইয়ে দেয়—তারা আসলে ভুয়া কাগজ দিয়ে প্রতারণা করে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।


https://www.immigrationnews24.com/প্র...




https://nagorik.prothomalo.com/durpor...

show more

Share/Embed