হার্ভার্ড, নারী বৈষম্য, ডায়ানা এওয়ার্ড, Evolution360 - উপমার গল্প
Short Stories Short Stories
14.5K subscribers
652 views
24

 Published On Jun 28, 2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকে উপমা আহমেদ তার Evolution360 নিয়ে পথচলা শুরু করেন, যার মূল উদ্দেশ্য হলো নারী জাগরণ নিয়ে কাজ করা। উপমা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ বিষয়ে স্নাতক শেষ করেন। পরবর্তীতে ঢাবি থেকেই এপ্লাইড লিঙ্গুইস্টিকসে প্রথম মাস্টার্স শেষ করেন ২০১৯ সালে। এরপর সুযোগ পান বিশ্বসেরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মাস্টার্সের জন্য।

✅ Upoma Ahmed
– Graduated from Dhaka University
– Masters from Harvard
– Founder of Evaluation 360
– Global goodwill ambassador
– Diana award winner 2021.
– Higer Education administrator
– Advocate for equality, accessiblity and excellence.

ঢাবি থেকে হার্ভার্ড যাত্রা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন – ‘ ঢাবিতে ইংরেজি নিয়ে পড়ার সময় আমি IELTS কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম। সেসময় একজন বলেছিল যে আমি কখনো হার্ভার্ডের মতো জায়গায় যেতে পারবো না, সেই জিদ থেকে আমার হার্ভার্ডের জন্য প্রচেষ্টা আর পরবর্তীতে যেখানে আমি সফল হই।’ তিনি আরও জানান- ‘Harvard was like a dream come true. আসলে আগের উপমা আহমেদ আর এখনের উপমা আহমেদের মধ্যে অনেক পার্থক্য। যার অন্যতম কারণ হার্ভার্ড! ‘

হার্ভার্ডে যাওয়ার পর তিনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তাকে নতুন অনেক লাইফ স্কিলস শিখতে হয়েছে। একাডেমিকসের বাইরেও অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাকে। যেগুলো তাকে আরও বেটার মানুষ হিসেবে গড়ে তুলেছে।

তার এই Evaluation 360 শুরু করার পেছনের
গল্প জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশের কিছু প্রত্যন্ত এলাকায় নিজে হ্যারাসমেন্ট এর বিষয়গুলো লক্ষ্য করার পর তার প্রথম ক্যাম্পেইন ‘He for She’ শুরু করেন। বর্তমানে তারা ১০০ টিরও বেশি ইন্সটিটিউটে তারা এই ক্যাম্পেইন পরিচালনা করেন। এরপরে তারা ধীরে ধীরে ওমেন এমপাওয়ারমেন্ট নিয়ে আরও বিস্তর কাজ করা শুরু করেন।

একজন ভালো মানুষ ও সোস্যাল এন্টপ্রেওনার হিসেবে গড়ে উঠতে তাকে ঢাবি এবং হার্ভার্ড কিভাবে সহয়তা করেছে?

– ঢাকা ইউনিভার্সিটিতে তিনি অনেক কো-কারিকুলার অ্যাকটিভিটিস এর সাথে যুক্ত ছিলেন যা তাকে পরবর্তীতে অনেক সহায়তা করেছে। Time management, Money management থেকে শুরু করে আরও অনেক গুণাবলি অর্জনে পেছনে এসব কার্যক্রমের ভূমিকা অনেক। আর ঢাবিতে পড়ার সুবাদে তিনি বড় একটি ম্যান পাওয়ার পেয়েছিলেন যা তার সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলেছিল। এর আমেরিকায় পাড়ি জমানোয় তার সংগঠনের আন্তর্জাতিক বিস্তৃতি আরও সহজ হয়ে যায়। এমনকি হার্ভার্ডের বিভিন্ন সংগঠনের সাথেও কাজ করেছে Evolution 360!

Overall, Upoma Ahmed, is an epitome of hard work. She is an amazing personality. It was an honour for us to interview her.

show more

Share/Embed