থ্যালাসেমিয়া মানেই কি মারাত্মক কিছু?
Evercare Hospital Dhaka Evercare Hospital Dhaka
10.3K subscribers
11,549 views
258

 Published On May 8, 2022

থ্যালাসেমিয়া একটি বংশগত রোগ। আমাদের দেশে বেশ কয়েক টাইপের থ্যালাসেমিয়া রয়েছে তবে সব থ্যালাসেমিয়া কিন্তু মারাত্মক নয়! বরং সঠিক পর্যবেক্ষণ ও চিকিৎসায় থ্যালাসেমিয়া অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব। বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়া এবং এর প্রতিকার ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন- এভারকেয়ার হসপিটাল ঢাকা-এর হেমাটোলজি অ্যান্ড স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কো-অর্ডিনেটর, ডা: আবু জাফর মোহাম্মদ সালেহ।
থ্যালাসেমিয়া চিকিৎসায় যোগাযোগ করুন এভারকেয়ার হসপিটাল ঢাকাতে, কল করুন ১০৬৭৮ নাম্বারে

show more

Share/Embed