✨ উত্তর কলকাতার ৪টি নজরকারা পূজা মন্ডপ।।
Art & Photography@2 Art & Photography@2
41 subscribers
30 views
0

 Published On Oct 9, 2024

✨উত্তর কলকাতার ৪টি নজরকারা পূজা মন্ডপ।। #দুর্গাপূজা২০২৪ #northkolkatadurgapuja2024 #puja
#durgapujapandal2024 #subscribe #top4durgapujapandalinkolkata ‪@ArtPhotography-rt7sk‬ #kolkatapuja

1) বেলেঘাটা সন্ধানী-: এবারে তাদের থিম স্বপ্নের রেল ইঞ্জিন। স্টেশনের নাম মনগড়া। স্টেশন কে খুব সুন্দর করে তারা ফুটিয়ে তুলেছে তাদের এইবারের থিমে। মাতৃ প্রতিমাও অসাধারণ।
2) বেলেঘাটা দুর্গোৎসব-: এবারে তাদের থিম উত্তর কলকাতার পুরনো চায়ের দোকান। বিভিন্ন চা ওয়ালার দোকান এবং সেখানে বসে আছে মানুষ, সঙ্গে পুরনো বাড়ির মডেল উপস্থাপন , ইত্যাদি তারা তাদের পূজা মন্ডপ খুব সুন্দরভাবেই সাজিয়ে তুলেছেন।
3) বেলেঘাটা ৩৩ পল্লী -: এবারে তাদের থিমে রয়েছে ঐতিহাসিক ব্রিটিশ জাহাজ কোহিনূর।
পূজা মন্ডপে প্রবেশ কালে প্রথমেই থাকবে ঐতিহাসিক জাহাজ। তারা খুব সুন্দরভাবে ইতিহাসের ছোঁয়ায় তাদের পূজা মন্ডপ তৈরি করেছে। দেবী দুর্গার মূর্তিতেও রয়েছে ঐতিহাসিকতার ছোঁয়া।
4) কাঁকুড়গাছি যুবক বৃন্দ -: এবারে তাদের থিমে রয়েছে দরজিপাড়া। দরজি মানুষের জীবনযাত্রা কেমন, একটি দর্জিপাড়া কেমন হতে পারে, সারাদিনের অক্লান্ত পরিশ্রমে কিভাবে একটি কারিগর মানুষের জন্য পোশাক তৈরি করেন ইত্যাদি বিষয় তারা তাদের এবারে থিমে তুলে ধরেছেন। এছাড়া মা দুর্গার পোশাক তৈরিতেও দরজিদের ভূমিকা থাকে, এই বিষয়টিও তারা দেখিয়েছেন তাদের থিমে। মাতৃ প্রতিমাও অপরূপ সুন্দর। সব মিলিয়ে তাদের এবারের থিম অসাধারণ হয়েছে।

show more

Share/Embed