নজরুল গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের জীবনকাহিনি | biography of Singer FIROZA BEGUM | নজরুলগীতি | Music
Ami Avijit Bolchi Ami Avijit Bolchi
135K subscribers
18,602 views
216

 Published On Dec 17, 2022

১৯৩০ খ্রিষ্টাব্দের ২৮শে জুলাই (১২ই শ্রাবণ) গোপালগঞ্জ জেলার রাইতল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল (বৃটিশ সরকারের কৌঁসুলি। তিনিই প্রথম মুসলমান সরকারি কৌঁসুলি) এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা।
প্রাথমিক খেলাপড়া শেষ করেছিলেন স্থানীয় স্কুলে এবং বাড়িতে। কলের গান শুনে তিনি গান গাওয়া শুরু করেন। তাঁদের পরিবার রক্ষণশীল না হলেও শিক্ষক রেখে গান শেখানোর তাগিদ পরিবার থেকে আসে নি। একবার গ্রীষ্মের ছুটিতে তিনি কলকাতায় বেড়াতে যান। সেখানে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে তিনি গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন। এমনি এক আসরে তিনি কাজী নজরুল ইসলামকেও গান শোনান। এই প্রসঙ্গে ফিরোজা বেগম স্মৃতিচারণে বলেন− "আসলে আমি তখন অনেক ছোট। তাছাড়া এমন পরিবেশে যাইনি কখনো। তাই তাঁকে তো চেনার কথাও নয়। নজরুলের ছবি পাঠ্যবইতেও দেখিনি। কারণ তখনও তাঁর ছবি বইতে ছাপা হয়নি। ফলে আমার মধ্যে আলাদা কোন অনুভূতি হয়নি। সম্ভ্রান্ত মুসলমান পরিবারের একজন মেয়ে গান গাইছে, গান গাইতে চায়, এটা জেনে দারুণ খুশি হয়েছিলেন নজরুল। আমার গান শুনে বলেছেন, 'এ গান তুমি শিখলে কেমন করে?' বলেছি, কালো কালো রেকর্ড শুনে নিজে নিজেই শিখেছি। এটা শুনে কেবল তিনি নন, উপস্থিত সবাই অবাক হয়েছেন।"
#nazrulgeeti
#Firozabegum
#bengalihits
#viralvideo
#biography
#kamaldasgupta
#kanandebi
#supriyadebi
#uttamkumar
#abpananda
#24ghanta
#sandhyaroy

show more

Share/Embed